Saturday , 26 September 2020 | [bangla_date]

কোহলির সমালোচনায় গাভাস্কার, আনুশকার ক্ষোভ প্রকাশ

চলতি আইপিএলে ফর্মে নেই বিরাট কোহলি। প্রথম ম্যাচে করেছেন মাত্র ১৪ রান তবে দল জিতেছে। দ্বিতীয় ম্যাচে ১ রান করে নিয়েছেন বিদায়। এছাড়াও কিংস এলাভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের দুইটি ক্যাচ ছেড়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হেরেছে বাজেভাবে।

এরপরই ভারতীয় অধিনায়কের সমালোচনা করতে গিয়ে কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে টেনে আনেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তবে আনুশকাকে ঘিরে এমন সমালোচনা হজম করতে পারেনি কোহলি পত্নী। গাভাস্কারের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন আনুশকা।ঘটনা ঘটেছে একটি ভিডিও ক্লিপকে ঘিরে। বৃহস্পতিবার পাঞ্জাব ও বেঙ্গালুরু ম্যাচের সময় কোহলির অনুশীলনের ঘাটতি নিয়ে কথা বলেন গাভাস্কার। সে সময়ের ৩৪ সেকেন্ডের একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে আকাশ চোপড়ার উদ্দেশে গাভাস্কারকে বলতে শোনা যায়, ‘সে (কোহলি) চায়…সে জানে, সে যত বেশি অনুশীলন করবে তত ভালো করতে পারবে। এত দিন লকডাউন ছিল, এই সময়ে সে কেবলই অনুশীলন করেছে আনুশকার বোলিংয়ে। যা তার খুব বেশি কাজে আসবে না।’
এর আগে লকডাউনের সময় বাড়ির ছাদে আনুশকার থ্রোডাউনের বিপক্ষে কোহলির ব্যাটিং অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। গাভাস্কার সেই ভিডিওকে টেনেই সমালোচনা করেছেন হয়তো। তবে আনুশকা ইনস্টাগ্রামে ভারতীয় কিংবদন্তির কাছে এমন সমালোচনার কারণ জানতে চেয়েছেন।

আনুশকা লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার, আপনার বার্তাটি বিরক্তিকর। একজন স্বামীর পারফরম্যান্সের পেছনে তার স্ত্রীর দায় আছে, কি ভেবে আপনি এমন মন্তব্য করলেন, এর কারণ ব্যাখ্যা করলে খুশি হবো। আমি নিশ্চিত, ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় এত বছর আপনি সব ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান করেছেন। আপনার কি মনে হয় না, একইরকম সম্মান আমার ও আমাদের প্রতি আপনার থাকা উচিত?’

ভারতীয় এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমি এটাও নিশ্চিত, আমার স্বামীর গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে আপনি অন্য শব্দও ব্যবহার করতে পারতেন, অন্যভাবেও বলতে পারতেন। নাকি এখানে কেবল আমার নাম ব্যবহার করলেই আপনার কথাগুলো প্রাসঙ্গিক হতো?’

এরপর আবার গাভাস্কারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুশকা আরও যোগ করেন, ‘শ্রদ্ধেয় মিস্টার গাভাস্কার, আপনি একজন কিংবদন্তি যার নাম ভদ্রলোকের খেলাটিতে সবসময় উপরের সারিতে থাকবে। এই লেখায় আমি কেবল বোঝাতে চেয়েছি, আপনার কথাগুলো শুনে আমার কেমন লেগেছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে প্রথমপ্রহরে মানুষের ঢল

রাণীশংকৈলে গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

পীরগঞ্জে নব নির্বাচিত মেয়র,কাউন্সিলরদের সম্মাননা প্রদান

বীরগঞ্জে ট্রাক চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত, চালক আহত

জুতা অনুসরণ করে কবরস্থানে  গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

জুতা অনুসরণ করে কবরস্থানে গিয়ে মিলল গৃহবধূর ম-রদে-হ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন তৈয়বা বেগম-রবিউল ইসলাম রবি প্যানেলের পরিচিতি সভা

১৪০০ ডলফিন হত্যার রেকর্ড ফ্যারো দ্বীপপুঞ্জে