Saturday , 26 September 2020 | [bangla_date]

রাণীশংকৈল দুর্ল্লভপুরে বজ্রপাতে নিহত-২ গুরুতর আহত-১ জন।

আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে…….
রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর গ্রামে বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত ১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী জানান শনিবার বিকালে দুর্ল্লভপুর গ্রামের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান দুর্ল্লভপুর গ্রামের রনি আলিম ও রউফ। এসময় মারাত্মক বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে ঝলসে নাসিরুল ইসলামের ছেলে মোঃ রনি (১০) এবং আবুল কালাম আজাদের ছেলে মোঃ আলিম (১৯) সেই বিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ সময় মৃতদের কাছাকাছি অবস্থান করা আঃ রউফ (২৫) মারাত্মক আহত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
নিহত রনির পিতা নাসিরুল গরুর জন্য ঘাষ নিয়ে বাসায় ফেরার সময় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে লাশ ও আহতকে উদ্ধার করে।

আহত আঃ রউফকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে আনা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি জানান, রউফের অবস্থা খুবই সংকটাপন্ন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও