Friday , 9 October 2020 | [bangla_date]

দিনাজপুরে ঈদুর নিধনে ‘চোঙ্গা ফঁাদথ ব্যবহারে সুফল পাচ্ছে কৃষক

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে বিষটোপ, পলিথিনের নিশানা আর কলাগাছ পুঁতেও কূল কিনারা না পেয়ে ‘বাঁশের চোঙা ফাঁদথ দিয়ে ইঁদুর নিধন করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে কালো ইঁদুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। ধানক্ষেত কেটে নষ্ট করায় কৃষকদের দুশ্চিন্তার শেষ নেই। দুই সপ্তাহ আগে ধানক্ষেতে ইদুরের আলামত দেখে বিষটোপ, পলিথিনের নিশানা গেড়ে এবং কলাগাছ পুঁতে ইঁদুর তাড়ানোর চেষ্টা করেন চাষিরা। কিন্তু এসব পদ্ধতি তেমন কাজে আসে না। এমন অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ ফসল ক্লিনিক চালুর মাধ্যমে স্থানীয় প্রযুক্তি (চোঙা ফাঁদ) ব্যবহার করে কিভাবে ইঁদুর নিধন করা যায় সেই বিষয়টি নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন। আর এই বাঁশের চোঙা দিয়ে কিভাবে ফাঁদ তৈরি করা যায় সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। এরপর থেকে কৃষকরা শুর“ করে চোঙা ফাঁদ ব্যবহার। আউলিয়াপুকুর ইউনিয়নের কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশের তৈরি চোঙা ফাঁদ দিয়ে গত ১০ দিনে প্রায় ২০০টি ইঁদুর মেরেছেন তারা। প্রতিদিন ১০-১৫টি করে ইঁদুর মারলেও থামছে না উৎপাত। কৃষকরা জানান, প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানক্ষেতে বিশেষ যন্ত্রটি একাধিক স্থানে বসিয়ে দিয়ে আসেন। পরদিন সকাল হতেই ছোটেন ফাঁদে আটকানো ইঁদুর খুলতে। সোমবার সকালে বাঁশের চোঙাসহ ইঁদুর হাতে ক্ষেত থেকে উঠে আসা সাইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর এলাকার কৃষক মমিনুল ইসলাম বলেন, ‘আমার চার বিঘা জমির ধানগাছ কেটে নষ্ট করেছে। কয়েকদিনে আমি ৪০টি ইঁদুর মেরেছি।থ একই এলাকার কৃষক রহিম উদ্দিন বলেন, ‘আমার ২২ কাঠা জমিতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। আমি গত ১০ দিনে ১৬টি ইঁদুর মেরেছি।থ ক্ষেতে ইঁদুরের আক্রমণ দেখে আক্ষেপ করে কৃষক মতিয়ার রহমান বলেন, ‘আমরা প্রতি ৫০ শতাংশ জমিতে প্রায় ছয় হাজার টাকা খরচ করে ধান লাগিয়েছি। এমনিতে ধানের দাম ভালো পাই না। এর ওপর আবার ইঁদুরের উৎপাত। গত কয়েক দিনে চোঙা ফাঁদ দিয়ে আমি নয়টি ইঁদুর মেরেছি। এতে ইঁদুরের উৎপাত অনেকটা কমে গেছে।থ উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ইঁদুরের উপদ্রবের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় ‘বিচ্ছিন্নভাবে বেশ কিছু এলাকায় ইঁদুর দেখা গেছে। চাষিদের সম্মিলিতভাবে ইঁদুর নিধন করতে হবে। বাঁশের চোঙা ফাঁদ দিয়ে ইঁদুর নিধন প্রক্রিয়া অনেকটা কার্যকর। এ পদ্ধতি ব্যবহার করে অনেকেই ভালো সুফল পাচ্ছে। তাছাড়া চোঙা ফাঁদ ব্যবহারে কৃষকদের আমরা ভ্রাম্যমাণ কৃষি বান্ধব চিকিৎসা সেবা নিয়মিত দিয়ে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দু‘টি ঘটনা বেদনা বিধুর-এমপি মনোরঞ্জন শীল গোপাল

১৫ আগষ্ট পালনে রাণীশংকৈলে প্রস্তুতি সভা

যারা উত্তরাঞ্চলে মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মঙ্গায় নিমজ্জিত ——————-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

ঠাকুরগাঁওয়ে সদর উপশাখা IFIC ব্যাংকের মধুমাস ও ফল উৎসব অনুষ্ঠিত

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

বীরগঞ্জে ভূট্রা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধী কে হত্যার অভিযোগ

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ের স্ত্রীর মামলার আসামি পলাতক  স্বামী জাহাঙ্গীর আলম গ্রেফতার

দিনাজপুরে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা  সাত্তার আহত হয়ে লাইফ সাপোর্টে

দিনাজপুরে জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তার আহত হয়ে লাইফ সাপোর্টে

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা