Sunday , 25 October 2020 | [bangla_date]

বাংলাদেশ একটি সুন্দর দেশ : ব্রিটিশ হাই কমিশনার ।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রোবার্ট চেটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রিতির বড় উদাহরণ দুর্গা উৎসব। শারদীয় দুর্গা উৎসব অনেক সুন্দর এবং দর্শনীয় অনুষ্ঠান। এদেশের মানুষ তাদের ধর্মীয় উৎসবটি সুন্দরভাবে অনুশীলন করছে। এদেশের হিন্দু মুসলমান একে অপরকে সহযোগিতা ও সম্প্রীতিতে বসবাস করে।

রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এসময় ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল উপস্থিত ছিলেন।

রোবার্ট চেটারটন করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক ভালো। এদেশের মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশি। করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের হিসেবে সুস্থতার হার অনেক বেশি। এদেশে থেকে আমি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হইনি। এদেশে বাস করতে আমার ভালো লাগার পেছনে এটিও একটি কারণ।
দানবীর রণদা প্রসাদ সাহার পূজার আয়োজন দেখতে হাই কমিশনার এইচ ই রোবার্ট চেটারটন ডিকসন ও ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল রোববার সকাল পৌনে ১০টায় মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। সেখানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান, কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী এহসান ও সহকারী মহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক তাদের স্বাগত জানান।

কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে হাই কমিশনার কুমুদিনী হাসপাতাল, নাসিং স্কুল অ্যান্ড কলেজ ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন শেষে ডিঙ্গি নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক সম্পা সাহা তাদের স্বাগত জানান।
পরে হাই কমিশনার হেটে মির্জাপুর গ্রামের কয়েকটি পূজা মন্ডপও পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন মন্ডপের পূজারিদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা, আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদিপ কুমার রায় উপস্থিত ছিলেন।

হাই কমিশনার বলেন, দানবীর রণদা প্রসাদ সাহার গ্রাম ঘুরে আমার খুব ভালো লেগেছে। এখানকার মানুষ অত্যন্ত চমৎকারভাবে দুর্গাপূজা পালন করছে।

রোবার্ট চেটারটন বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। এ সমস্য নিজেদেরই সমাধান করতে হবে। এ সমস্যা সমাধানে ব্রিটিশ সরকার সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে তিনি জানান। বিকেল তিনটায় কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময় সভা

রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

পীরগঞ্জে ৩শ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উদ্বোধনের পর শতাধিক সফল অপারেশন সম্পন্ন

হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে ফারিয়ার মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

আটোয়ারীতে শীতার্তদের পাশে প্রথমআলো বন্ধু সভা ট্রাস্ট

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল