Saturday , 28 November 2020 | [bangla_date]

ঝোপঝাড়েই মলত্যাগ এক পাড়ার ৩২ পরিবারের

রাণীশংকৈল প্রতিনিধিঃ-
স্যানিটেশনের অভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি পাড়ার ৩২টি পরিবারের সদস্যরা মলত্যাগ করছে ঝোপঝাড়ে। অর্থনৈতিক সংকটের কারণে সুপেয় পানি ও স্বা¯’্যসম্মত স্যানিটারী ল্যাট্রিনের ব্যব¯’া করতে পারছে না এখানকার বাসিন্দারা। পা”েছ না সরকারী সহায়তায়ও। তাই বাধ্য হয়ে ভোরের সূর্য ফোটার আগেই ৩২টি পরিবারের নারী পুরুষ মিলে প্রায় ১শত ৫০ জন মানুষকে সেরে নিতে হয় মলত্যাগের কাজ। এতে তাড়া আক্রান্ত হ”েছ ডায়রিয়া আমাশয়সহ কৃমিজনিত রোগে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, নেকমরদ ঘনশ্যামপুর মৌজার একটি পুকুরের পাহাড় সরকারী সম্পত্তি হওয়ার সুবাদে, গত বছরের জুন মাসে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভুমিহীনদের পূর্ণবাসনের ব্যব¯’া করেন,তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা। ভুমিহীনদের মধ্যে রয়েছেন আদিবাসী হিন্দু মুসলমি ও হরিজন সম্প্রদায়ের মানুষজন। তাড়া মিলে মিশে সেখানে বসবাস করলেও স্বা¯’্য সম্মত স্যানিটেশনের অভাবে তাড়া পরিবার পরিজন নিয়ে চরম সমস্যায় রয়েছেন বলে এ প্রতিবেদককে জানান।
ঐ পাড়ার মালতি রাণি শাš‘ পাহানসহ অনেকে বলেন, গত বছরে ইএসডিও নামক এনজিও’র সহায়তায় এবং আমাদের আবেদনের পেক্ষিতে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা এখানে আমাদের বাস¯’ানের জন্য তিনশতক জায়গা নির্ধারণ করে ৩২টি পরিবারকে এখানে বসবাস করার সুযোগ করে দেন। তারা অভিযোগ করে বলেন, ঋণ মাহজন করে মাথা গোঁজার ঘর করলেও অর্থনৈতিক অভাবে সুপেয় পানি ও স্বা¯’্য সম্মত টয়লেট ¯’াপন করতে আমরা পারিনি। ¯’ানীয় জনপ্রতিনিধিসহ উপজেলা জনস্বা¯’্য প্রকৌশলী দপ্তরে ঘুরেও আমরা সরকারীভাবে স্যানিটেশন ব্যব¯’ার আওতায় আসতে পারিনি। ¯’ানীয়রা মিলে মিশে কিছু ছোট সাইজের টিউবওয়েল ¯’াপন করে পাড়ার পানি সরবরাহের ভোগান্তি কিছুটা কমিয়েছি। তবে অর্থনৈতিক সংকটের কারণে ¯’াপন করা সম্ভব হয়নি স্বা¯’্য সম্মত টয়লেট। তারা আক্ষেপ করে বলেন, দেশের নাগরিক হয়েও আমরা অবেহেলিত কেউ আমাদের খোঁজ রাখে না। যা করতে হয় তা লড়াই করেই আদায় করে নিতে হয়। তাই আমরা নিজেদের অবেহেলিত হিসেবে দাবী করি।
তারা সরকারে উর্দ্ধধন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়ে বলেন, স্বা¯’্য সম্মত টয়লেট সুপেয় পানির ব্যব¯’ার পাশাপাশি তাদের ঘরবাড়ীগুলো যেন সরকারী সহায়তার মধ্যে আনা হয়।
উপজেলা জনস্বা¯’্য প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, আমরা ১৩টি গু”ছগ্রামকে স্যানিটেশন ব্যব¯’ায় আনতে ইতিমধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছি। অনুমোদন পেলেই ব্যব¯’া নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না শনিবার(২৮নভেম্বর) মুঠোফোনে বলেন, এখনো মানুষ ঝোপঝাড়ে মলত্যাগ করছে এটা ভাবতে অবাক লাগছে। বিষয়টি আমি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে অব্যশই প্রয়োজনীয় ব্যব¯’া নিব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প

পীরগঞ্জে ১৩শত দরিদ্র পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

পীরগঞ্জে বীজ ও সার বিতরণ

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা

আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

বীরগঞ্জ থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।