Sunday , 8 November 2020 | [bangla_date]

বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় ঝগড়া -বিবাদের জেরে ঘরে অগ্নিসংযোগ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ব্রাক্ষনভিটা গ্রামে পারিবারিক কলহের জের ধরে খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে দু:স্কৃতিকারীরা। অভিযোগ সূত্রে ও ঘটনার বিবরণে জানা যায়,ব্রাক্ষনভিটা গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে কৃষক আল-মামুন (৩৭) এর পরিবারের সাথে একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(৪১), তার স্ত্রী সাবিনা (৩৬), ছেলে আবু সাঈদ (২০) ও ভাই রেজাউল (৪৩) এর পারিবারিকভাবে কলহ ঝগড়া- বিবাদ চলে আসছিলো। এরই একপর্যায়ে ৭ নভেম্বর গভীর রাতে ঘুমিয়ে পড়ার সুবাদে মামুনের বাড়ীর খুলির সামনে খড় রাখার ঘরে আগুন জ্বালিয়ে দেয় স্কৃাতকারীরা। আনুমানিক রাত ১টা৩০ মিনিটে আগুনে পুড়ার শব্দ আর গন্ধ পেয়ে আকস্মিক ঘুম ভেঙ্গে ঘরের বাহিরে এসে খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে ও খড় ঘরের কাছ থেকে আজিজুল, সাবিনা আবু সাঈদসহ অজ্ঞাত ৪- ৫ জনকে দাঁড়িয়ে পালাতে দেখে মামুনের ডাকচিৎকারে প্রতিবেশি ফয়জুল,আবু তাহের, আশরাফুল,জাহিরুল, রহিমুল, বেলাল,রবিউলসহ আরোও অনেকে এগিয়ে এসে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে খড়ের ঘরটি সম্পূর্ণ ও ঘরে রাখা প্রায় ৩৫ হাজার টাকার খড় ভস্মিভূত হয়ে যায়। এব্যাপারে তথ্য সংগ্রহে সরেজমিনে ঘটনাস্থলে গেলে, ঘর পোড়ার দৃশ্য পরিলক্ষিত হয় ও এলাকাবাসীদের অনেকেই উলে­খিত ঘটনার বিবরণ বর্ননা করেন। এসময় মামুন জানান, উলে­খিত ব্যক্তিদের সাথে তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদ চলে আসার বিষয়টি সমন্ধে থানাপুলিশ পূর্ব হতেই অবগত রয়েছেন। ঘর পোড়ার বিষয়টিও অবগত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরোও বলেন, ঘটনার রাতে সঠিক সময়ে ঘুম হতে টের পেয়ে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার করে প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম না হলে এই কৃষকের খড় ঘরের পাশে ফাঁকা ডিজেল চালিত নিজস্ব ৩টি মাহেন্দ্র ট্রলি ও ১টি চাষের ট্রাক্টরে আগুন লাগাসহ বৈদ্যতিক অগ্নিসংযোগ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আজিজার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উভয় পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনায় সামান্য বিবাদ চলে আসছিলো। আর এই বিবাদ নিরসনে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার আলোচনা চলমান অবস্থায় উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে যা অতিব দুঃখজনক বিষয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সজীব আহমেদ ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর সম্ভাবনার দাঁড় খুলতে শুরু করেছে

ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠকুরগাঁওয়ে তরুন আটক

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি করতোয়ার পাড়ে এখনও নিখোঁজদের খুজে ফিরছেন স্বজনরা

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনির পরলোকগমণ

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালী আলোচনা সভা ও যুবক-যুবতীদের মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে আমের বাম্পার ফলন হলেও লিচু ফলন নিয়ে আশঙ্কা রয়েছে