ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় সুরভী আক্তার (২৭) নামে এক মহিলা নিহত হয়েছেন। সোমবার দুপুরে মটরসাইকেল যোগে রুহিয়া থেকে খুটাখাল বাসা ফেরার পথে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। এসময় মিজান (৩০) নামে আরো একজন আহত হয়েছেন।
জানা গেছে, নিহত সুরভী রুহিয়া পশ্চিম ইউনিয়নের খুটাখাল গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
















