Monday , 21 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:শনিবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর মোহনপুর ও মরিচা ইউনিয়নের বিভিন্ন এতিম খানায় অসহায় শিক্ষার্থীদের মাঝে এক হাজার পিচ কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার। এসময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানা উল­াহ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান এবং স্ব-স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ। এব্যাপারে বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল­াহ জানান, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আওতায় গরীব-অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান,উপজেলার পৌরশহর সহ উপজেলার ১১টি ইউনিয়ন সহ প্রত্যান্ত এলাকার বসবাসকারী গরীব,অসহায়, ছিন্নমূল শীতার্থদের মাঝে এ পর্যন্ত ৫০৬০ টি কম্বল বিতরণ করা হয়েছে এবং সরকারীভাবে আরোও ৬ লক্ষ টাকা কম্বল বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও