Sunday , 6 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবন উদ্বোধন করলেন এমপি গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিতে চায় তাদের সকলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনার মানুষ প্রস্তুতি গ্রহণ করছেন। প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ধর্মের অপব্যবহার কারীরা সৃষ্টিকর্তার সাথে প্রতারণা করছে। ধর্মকে ব্যবহার করে ধর্মব্যবসায়ীরা কোমলমতি মানুষের বিবেককে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদের স্পর্ধা এই পর্যায়ে উপনীত হয়েছে যে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে কথা বলে চলেছেন। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের এদেশে বসবাসের কোনো সুযোগ নেই। ৫ ডিসেম্বর ২০২০ শনিবার বিকেলে সেসিপ প্রকল্পের আওতায় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৪ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ২য় ও তয় তলার স¤প্রসারিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনা মহামারিতেও জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আগামীর প্রজন্মের একটা সুন্দর অধ্যায়নের পরিবেশ সৃষ্টির জন্য আজকে সুদৃশ্য স্থাপনা বহুতল ভবন এগুলো তার নির্দেশনায় নির্মিত হচ্ছে। যার একটি বাস্তবায়ন হয়েছে বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমীক ভবন। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এ এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম খালেক, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ১৯৮৬-৮৭ সালে স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা পেশায় এসে এখন তিনি কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাননীয় এমপি মহোদয় মনোরঞ্জন শীল গোপালের আশুদৃষ্টিতে প্রথমে একতলা ও আজকের এই দ্বীতল ও তিনতলা একাডেমীক ভবন নির্মিত হয়েছে এবং আগামীতে একটি বিজ্ঞান ভবন ও হলরুমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি-সম্পাদক সহ ৯জন,আ’লীগ-৩জন নির্বাচিত

পীরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা সহ গ্রেফতার ১০

পৌষের শুরুতে তীব্র শীতে কাঁপছে বীরগঞ্জবাসী

বীরগঞ্জে গ্রাম পুলিশকে পেটালো ইউপি চেয়ারম্যান

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পিতা এ্যাডভোকেট আব্দুল হাই এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত

বীরগঞ্জে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

বীরগঞ্জে ৪৪৯টি পরিবারকে আর্থিক সহায়তা ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন