Wednesday , 30 December 2020 | [bangla_date]

বীরগঞ্জে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে পাল্টাপাল্টি মানবনবন্ধন ও বিক্ষোভ সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিজয় চত্বর প্রাঙ্গণে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে দুই ঘণ্টাব্যাপী একটি মানববন্ধন শেষে কমিটির আহŸায়ক মো: আসলাম ও সদস্য সচিব মো: শাহিনুর ইসলামের যৌথ বিবৃতিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: খালেক সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জনস্বার্থে বরখাস্ত ও গ্রেফতারের দাবী জানায়। এসময় উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, উপজেলা যুবলীগের নুরিয়াস সাঈদ, পৌর আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রতন ঘোষ পিযূষ, নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী,কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আফসার আলী, আবেদ আলী, মোশাররফ হোসেন, নাজমুল ইসলাম মিলন, রনজিৎ সরকার, সম্মিলিত নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সন্ধ্যায় কল্যাণীহাটে বীরগঞ্জ-খানসামা সড়কে নিজপাড়া ইউপি চেয়ারম্যানের উপর দায়ের করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসীর বিক্ষোভ মিছিল ও মঙ্গলবার বিকেল থেকে কয়েক ঘণ্টাব্যাপী উপজেলার নিজপাড়া কল্যানীহাটে ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের দুই দুই বারের বিভাগীয় শ্রেষ্ঠ নির্বাচিত সফল চেয়ারম্যান এম এ খালেক সরকারকে প্রতিহিংসা পরায়ন হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন নিজপাড়া ইউনিয়নবাসী।
এসময় প্রভাষক মোঃ রবিউল ইসলাম, ফারুক সরকার, মোঃ খায়রুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য ওবায়দুল ইসলামসহ আরোও অনেকেই বক্তব্য রাখেন এবং নিজপাড়া ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার সাধারণ নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। এব্যাপারে সদ্য হওয়া আলোচিত মামলায় মহামান্য উচ্চ আদালতের জামিন প্রাপ্ত এম এ খালেক সরকার রাত ৯টার দিকে ঢাকা থেকে বীরগঞ্জে ফিরলে ২শতাধিক মোটরসাইকেল, ১৫-২০টি ট্রলি, ৭-৮ টি কার-মাইক্রোতে আসা নিজপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের বহর তাদের প্রাণ প্রিয় চেয়ারম্যানকে ফুলের মালা আর ফুলেল শুভেচ্ছা জানিয়ে কল্যাণীহাটে চলমান মানববন্ধনে পৌঁছায়। এসময় এম এ খালেক সরকার তার বক্তব্যে বলেন, তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এলাকার দালাল প্রকৃতির একটি চক্র পরাজিত নির্বাচনী প্রতিদ্ব›িদ্বদের সাথে কালো হাত মিলিয়ে দীর্ঘদিনের ষড়যন্ত্রের মিথ্যা মামলায় ফাঁসিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা সহ নানা অপকর্মে লিপ্ত হয়ে জনপ্রিয়তা হ্রাসের পায়তারা চালিয়ে আসন্ন ইউপি নির্বাচন থেকে সরে দাড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে । কোন রকমের সংঘাত না করে আইনী লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমানিত করে শীঘ্রই জনগণের সামনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

খানসামায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের আতঙ্ক !

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ

দিনাজপুরে ডেমক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন -হুইপ ইকবালুর রহিম

বিরলে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন। অসহায় ফজিরের পরিবার দিশেহারা

বীরগঞ্জে অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও স্কুলে তালা