Tuesday , 8 December 2020 | [bangla_date]

সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করেছে : পীরগঞ্জের কর্মী সভায়-মির্জা ফখরুল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করেছে ।বিএনপির এখন দুই শত্রæ। এক হলো করোনা ভাইরাস। যা আমাদের জাতিসহ গোটা বিশ^কে বিপর্যস্ত করে তুলেছে। আর অন্যটি হলো আওয়ামীলীগ সরকার। যারা বেআইনি ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন. আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি একটি আইন প্রণয়ন করে সংবিধানকে তারা ভেঙে খান খান করে দিয়েছে এবং সংবিধান পরিবর্তন করে ফেলেছে। এই সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করে এদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে তারা দলীয় নির্বাচন ব্যবস্থা কায়েম করেছে। বিএনপি গণতন্ত্রে বিশ^াসী। তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। ভোটের মাধ্যমে জবাব দিয়েই এই সরকারের পতন ঘটাতে হবে।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম রাজাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান এবং রাজার হাতে বিএনপির প্রতীক ধানের শীষ তুলে দেন।
উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপি‘র সহ-সভাপতি অবায়দুল্লাহ মাসুদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা,যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন ,জেলা তাতি দলের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জমান মানু, হাজীপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আমিনুল ইসলাম, কৃষক দলের সভাপতি জাহীদ, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক, ছাত্র নেতা শাহীন প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে বিএনএফ- এর আর্থিক সহায়তায় বিনামূল্যে ছাগল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে ১০ লাখ টাকা ব্যয়ে হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

ফুলবাড়ীতে ট্রাকের ধা’ক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‌্যালি,আলোচনা সভা ও বৃক্ষরোপন

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান