Saturday , 23 January 2021 | [bangla_date]

আপন দুইভাই ডিবি পুলিশের অভিযানে ২,০৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার !

গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের একটি দল বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেন ।
আটক আপন দুইভাই হলেন উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ নিরব আলী(২৬) ও মোঃ বিপ্লব আলী (২৮)।

শনিবার (২৩জানুয়ারি) দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের বাসাবাড়ি ভিতর হতে ২,০৩২ (দুই হাজার বত্রিশ) পিস হালকা গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ সেইসাথে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজু করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও