Tuesday , 12 January 2021 | [bangla_date]

একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দরিদ্র খেটে খাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠানটি ১২ জানুয়ারী ২০২১ মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। কারণ একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন প্রধানমন্ত্রী। যেমনভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন তথা উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশের প্রত্যেক মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাই, সকলের জন্য শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের দুঃখী মানুষের জন্য মায়ের মমতা ঘেরা যাঁর মন, শীতার্তদের জন্য যাঁর ব্যথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হুকুম দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। তিনি বলেন, সরকারের পাশাপাশি শীতার্তদের সাহাযার্থে টিএমএসএস এগিয়ে আসায় একটি মহৎ কাজ করেছে। আমি চাই এমনই ভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন মানুষের পাশে থাকে।আয়োজকরা জানান, এবার বীরগঞ্জে ৫শ জন শীতার্তদের মাঝে কম্বলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যেকে পায় ১টি কম্বল, ২টি ভ্যাসলিন, ২টি আয়ুশ ক্রীম, ৩টি প্যান্ট, ২টি টি শার্ট ও ৩ টি মাস্ক। আলোচনা শেষে এসব সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।এসময় উপস্থি ছিলেন টিএমএসএস দিনাজপুর এর ডমিন প্রধান মো. রেজাউল করিম, ঠাকুরগাঁওয়ের জোন প্রধান মো. ওয়াকিল আহাম্মেদ, ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সৈয়দপুর জোন প্রধান মো. আনোয়ার হোসেন, দিনাজপুর জোন প্রধান মো. কামাল হোসেন, ১০ নং মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মা সমাবেশ পালিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীর জরিমানা

রাণীশংকলৈে স্ট্যান্ট রাইডার শো অনুষ্ঠতি

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

রাণীশংকৈলে ৫ ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিল আচরণ বিধি মানছেন না কেউ

ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা

বালিয়াডাঙ্গীতে মুসল্লীদের সাথে জুম্মার নামাজ আদায় করে মসজিদে এমপির বরাদ্দের ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন এমপির ছেলে- সুজন

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত