Sunday , 17 January 2021 | [bangla_date]

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭জন ও কাউন্সিলর পদে ৫৭জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী ছাড়াও আ’লীগ থেকে আরো ৩জন এবং বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দিয়েছেন, আ’লীগের দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগম, বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলালীগের সভাপতি অধ্যক্ষ তাহমিনা আখতার, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।
অন্যদিকে ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে জেলা রানীংকৈল পৌরসভা নির্বাচনে ১২জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩০ জন সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক ), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না ও জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়ে বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন,ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, সাধন বসাক, মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩শত ৬৮ জন ও পুরুষ ৭ হাজার ২শত ৮৬ জন। আগাামী ১৪ ফেব্রæয়ারী ৪র্থ ধাপে এই দুইট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা)সহ ১জন গ্রেফতার

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি, এতিমখানা মাদ্রাসায় শৌচাগারের উদ্বোধন

কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীতের আগমনীতে লেপ-কাঁথা-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

ঠাকুরগাঁওয়ে সদর উপশাখা IFIC ব্যাংকের মধুমাস ও ফল উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে রিকের শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে ট্রাক ট্যাংক-লড়ি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

ডিলারদের সিন্ডিকেটে ১১শ’ টাকার সার এখন ১৪শ’ ! কৃষি বিভাগের তদারকি’র অভাব..

বীরগঞ্জে মেম্বার প্রার্থী সংবাদ সম্মেলন

ডাক্তার এর কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার:—