Saturday , 23 January 2021 | [bangla_date]

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা

রাণীশংকৈল প্রতিনিধিঃ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আ’লীগ সরকারের ঘোষিত অঙ্গিকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ৭০ জন ভূমি ও গৃহহীনদের বাড়ী বুঝে দিলেন উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য নির্মিত বাড়ীগুলো বুঝিয়ে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেযারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয দেবনাথ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুস সামাদ প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণসহ সুবিধাভোগী গৃহহীনরা।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, প্রতিটি বাড়ির বরাদ্দ ধরা হয়েছে ১লাখ ৭১ হাজার টাকা। বাড়ীর ঘরের সাথে সংযুক্ত শৌচাগার দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। সুপেয় পানির জন্য থাকছে টিউবওয়েল।
সরকারী ভাবে বাড়ী পেয়ে খুশিতে আতœহারা সুবিধাভোগী সকল ভুমি ও গৃহহীনরা। বাড়ী পেয়ে নিজেদের অনুভতি প্রকাশ করেন হোসেনগাঁও ইউপির বারঘরিয়া গ্রামের পুতুল চন্দ্র রায় ও কিশোরী মোহন তারা বলেন,এতদিন ছিলাম এক ধরনের খোলা আকাশের নিচে , এখন আমাদের ইটের ঘর দিয়ে পাকা বাড়ী হয়েছে. আমরা নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে ভাল থাকবো। তারা আরো বলেন, শেখ হাসিনা আমাদের বাসস্থান দিয়েছে,শুধু বাসস্থান নয়, নিজের নামে সামান্য হলেও ভুমি দিয়েছে,এ জন্য আমরা তার কাছে চির কৃতজ্ঞ, শেখ হাসিনার নাম যুগ যুগ ধরে এ পৃথিবীতে মানুষের হৃদয়ে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহলে সুলতান জুলকার নাইন স্টিভ বলেন আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাণীশংকৈলের ৭০ জন গৃহহীনদের মধ্যে ৩০ জন গৃহহীনকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে । অবশিষ্ট ৪০টি ঘর নির্মানাধীন রয়েছে। পরবর্তীতে অন্যান্য ভূমিহীনদের ঘর পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সুজয়কে নিয়ে দিশেহারা পরিবার !

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত

আটোয়ারীতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত

ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে  সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

দিনাজপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বেরতে সিগন্যালবারে ধাক্কা, কিশোর যাত্রী নিহত

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিসভা

বীরগঞ্জে চোরাই কৃত গরু -মহিষ উদ্ধার

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন!

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের সুরক্ষাসামগ্রী বিতরণ