বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর দারুল মোখতারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শ্রেণী কক্ষের নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। পাল্টাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় কোকিল, রাজিবপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আলম, ইউপি সদস্য কানছু, ৬নং ওয়ার্ড আ.লীেেগ সভাপতি মুছা ও সাধারণ সম্পাদক বাবলু রহমান বাবু।অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক সামিউল ইসলাম।


















