Friday , 15 January 2021 | [bangla_date]

ভ্যাকসিন নিয়ে মেগা লুটপাট চলছে——–মির্জা ফখরুল

ঠাকুরগাঁও : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে আয়না দেখতে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । জাতির সমস্ত স্বপ্নকে ধুলিস্যাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে রাস্তায় নামিয়ে দিচ্ছে লুটেরা এ সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব।তিনি বলেন- করোনা ভ্যাকসিন নিয়ে এখন মেগা লুটপাট চলছে।
ইভিএমের ভোট গ্রহণ নিয়ে আবারো সমালোচনা করে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জন্য এটি একটি সব চেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২শ টাকার মেশিন কিনেছে ৩৬ শ’ টাকায় ! প্রতিটি দ্রব্যের মূল্য দুই থেকে তিনগুণ দাম দিয়ে কিনেছে নির্বাচন কমিশন।
আজ শুক্রবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের তাতীঁপাড়াস্থ তাঁর পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন ফখরুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষের কথা চিনাতা করে না এ সরকার। তাদের একমাত্র চিন্তা তারা কি করে- ধনী হবে, বিদেশে বাসা বানাবে, টাকা পাচার করবে।
তিনি বলেন, সরকারের উচিত হবে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সে সঙ্গে জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দেয়া। তবে এই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়।
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলুন একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে পশ্ন করতে। কি করছেন আপনারা? আজকের এই সরকার জাতির সমস্ত আশা-আকাঙ্খাকে ধ্বংস করে দিয়েছেন। উন্নয়ন বিএনপিও চায় কিন্তু সেই উন্নয়ন মানে সাধারণ জনগণের পকেট কেটে রাস্তায় নামিয়ে দেয়া নয়।
আসন্ন পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা যায় এমনি দাবি করে মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভোটাররা যদি ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট চুরি ও ডাকাতি করে যদি না নেয়া হয় তাহলে অবশ্যই বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করবে।
বিগত পৌরসভা নির্বাচনগুলোতে সরকারদলীয় লোকেরা জোর করে ভোট ছিনিয়ে নিয়ে গেছে এমনি মন্তব্য করেন, এখন পর্যন্ত যে কয়েকটি পৌর নির্বাচন দেখেছি প্রায় বেশিরভাগ কেন্দ্রেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট ডাকাতি করে নিয়েছে ঠিক ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁওয়ের চাল কুমড়া দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হচ্ছে

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

প্রথম ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়াঘাটে ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

প্রথম ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়াঘাটে ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

হরিপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি

ইতিহাসের সাক্ষী কাহারোলের নয়াবাদ মসজিদ

বালিয়াডাঙ্গীতে কালভার্ট ধসে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন