Saturday , 30 January 2021 | [bangla_date]

রাণীশংকৈলে আ’লীগের ঘরে ৮প্রার্থী ৫জন বহিস্কার একজন নৌকায় সমর্থন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনের গতকাল শুক্রবার সন্ধায় আ’লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ। বহিস্কারাদেশ পেয়ে শনিবার সকালে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন ইসতেখার আলম। আ’লীগের ঘরে রয়েছেন এখনো ৬ জন বিদ্রোহী প্রার্থী।
জেলা আ’লীগের সভাপতি মু.সাদেক কুরাইশী ও সধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্রে জানাযায়, রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের নৌকা প্রতিকের বিরুদ্ধে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদন্দিতা করায়, গঠনতন্ত্রের প্রতিষ্ঠানিক শৃংখলা বিরোধী হিসাবে গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপ-ধারা মোতাবেক আ’লীগের প্রাথমিক সদস্য পদ সহ সর্বস্তরের পদ-পদবী হতে বহিস্কার করেছেন। বহিস্কার বিদ্রোহী প্রার্থীরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আ’লীগ সদস্য আলমগীর সরকার (ক্যারাম বোর্ড) পৌর’আ’লীগের সম্পাদক রফিউল ইসলাম (কম্পিউউটার) পৌর আ’লীগ সদস্য সাধন বসাক (নারিকেল গাছ) উপজেলা আ’লীগ সাবেক সদস্য ইসতেখার আলম (মোবাইল) পৌর আ’লীগ সদস্য রুকুনুল ইসলাম ডলার (রেল ইঞ্জন)।
এ প্রসঙ্গে সদ্য বহিস্কৃত উপজেলা আ’লীগের সাবেক সদস্য ইসতেখার আলম বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন নামা আমার ঠিক হয়নি, দেরিতে হলেও আমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। আজ থেকে আমি নৌকা প্রতিকে নির্বাচন করবো এবং মোস্তাফিজুর রহমানকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করবো।
এদিকে আ’লীগের ঘরে ৬ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে আরো একজন সরে এসে নৌকা মার্কায় সমর্থন জানাবেন বলে গুনঞ্জন উঠেছে। এব্যাপারে জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী মুঠোফোনে বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী কেন? তাদের ইন্ধনদাতা এবং দলীয় প্রার্থীর বাইরে নির্বাচন কারীদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে ৫ জনকে বহিস্কার করা প্রসঙ্গে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, তারা সহযোগি সংগঠনের নেতা তাই তাদের বহিস্কার করা হয়নি খুব অল্প সময়ের মধ্যে তাদের কেউ বহিস্কার করা হবে।

উল্লেখ্য পৌর নির্বাচনে বর্তমানে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জন নির্বাচনের মাঠে প্রতিদন্দিতা করছেন তারা হলেন, ছাত্রলীগের সাবেক সম্পাদক উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (নৌকা) উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আ’লীগ সদস্য আলমগীর সরকার (ক্যারাম বোর্ড) বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস (ধানের শীষ) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলম (লাঙ্গল) মোকাররম হোসাইন (ইস্ত্রি মেশিন)। পৌর আ’লীগ সদস্য রুকুনুল ইসলাম ডলার (রেল ইঞ্জন) পৌর আ’লীগ সদস্য সাধন বসাক (নারিকেল গাছ) । পৌর’আ’লীগের সম্পাদক রফিউল ইসলাম (কম্পিউউটার) উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ( জগ) উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন (চামুচ)।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে মোট ১২ জন প্রার্থী । এছাড়াও কাউন্সিলর পদে  ২৯ জন সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থী রয়েছে। পৌরসভায় নারী ভোটার ৭ হাজার ৩শত ৬৮ জন ও পুরুষ ৭ হাজার ২শত ৮৬ জন, এতে সর্বমোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪ জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রæয়ারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পল্লীতে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত

বীরগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বোচাগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

শীঘ্রই দিনাজপুরে ভিসা প্রসেসিং সেন্টার ও বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালু হবে ——- ভারতের সহকারী হাইকমিশনার

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে-এমপি গোপাল

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

নববর্ষে দিনাজপুরে গ্রামগঞ্জের জনপ্রিয় গমিরা খেলায় ভীড়

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধি পেয়েছে তুলা চাষ : আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা