Wednesday , 13 January 2021 | [bangla_date]

রাণীশংকৈলে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

রাণীশংকৈলে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

রাণীশংকৈল প্রতিনিধিঃ- সুযোগ পাইলে অশালীন ইশারা ইঙিত, আর একা পাইলে শরীরে হাত দেওয়াসহ নানান ভঙ্গিতে নারীদের কু-প্রস্তাব দেওয়ায় তার কাজ। তবে মান ইজ্জতের ভয়ে অনেক নারী তার এমন আচরণের তেমন প্রতিবাদ না করতে পারার সুযোগে ব্যাপক বেপরোয়া হয়ে উঠা এক যুবকের বিরুদ্ধে। এবার এক গৃহবধূ কু-প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে পুলিশের ৯৯৯ সহায়তায় থানায় একটি ধর্ষণ চেষ্ঠার অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনাটি গত সোমবার(১১ জানুয়ারী) ঘটেছে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের পূর্ব রাতোর এলাকার আবুল জিয়ার(৩২) দুই সন্তানের জননী রাবেয়া বেগমের সাথে। এ অভিযোগ ঐ এলাকার প্রতিবেশী তোবারক আলীর ছেলে আব্দুর রাজ্জাকের(৩০) বিরুদ্ধে। এ ঘটনায় রাবেয়া বেগম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ চেষ্ঠার অভিযোগে মামলা দায়ের করেছে। মামলা হলেও আসামীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
থানার এজাহার ও ভুক্তভোগী সুত্রে জানা যায়,গত সোমবার(১১ জানুয়ারী) রাবেয়া বেগম বাসার পশ্চিমে কিছুটা দূরে তার স্বামীকে সহায়তায় শাক খেতে যায়। স্বামীকে সহায়তা শেষে বাসার জন্য কিছু শাক তুলে পাশেই একটি মরিচ খেত দেখতে রওনা হলে, পথিমধ্যে খেতের পাশেই থাকা এক আখ খেতে হঠাৎ করেই ঐ নারীকে টেনে নিয়ে পিছন থেকে ধরে ধষর্ণের চেষ্টা চালায় রাজ্জাক। পরে ঐ নারী আতœচিৎকার দিলে তার স্বামী চিৎকার শুনে দৌড়ে এসে এ গৃহবধুকে রক্ষা করে।
গতকাল মঙ্গলবার ঐ এলাকায় সরেজমিনে গেলে,স্থানীয়রা অনেকে জানায় এই রাজ্জাকের বিরুদ্ধে বহু নারীকে বিভিন্নভাবে হয়রানীর চেষ্ঠা এবং কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করার অভিযোগের কথা জানা যায়। সেখানকার একাধিক গৃহবুধ জানায়, এ এলাকার একাধিক গৃহবধুকে সে কু-প্রস্তাব দিয়েছে। স্থানীয় অনেকে আরো জানায়, ইতিমধ্যে এই রাজ্জাকের এমন আচরণের জন্য এবং গৃহবধূদের কু-প্রস্তাব দেওয়ার জন্য স্থানীয়ভাবে বিচার শালিস হয়েছে। তাছাড়াও সে একাধিকবার অর্থদন্ডও দিয়েছে। রাজ্জাকের কারণে গৃহবধূরা মাঠে ঘাটে একা বের হতে পারে না। সে সুযোগ পাইলেই নারীদের সাথে অসদ আচরণ করতে অভ্যস্ত বলে অনেকের অভিযোগ। এলাকাবাসী তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
রাবেয়া বেগমের স্বামী আবুল জিয়া বলেন, আমি গরিব মানুষ আমার দুটি কন্যা সন্তান রয়েছে। এই রাজ্জাক আমার পরিবারে কালিমা লোপণের জন্য বহুদিন ধরে চেষ্টা করছে। শেষমেষ তাই করলো আমার পরিবারের মান মর্যাদা নিলামে তুলে দিলো। তিনি বলেন, মান ইজ্জত-তো চলে গেলো, এখন আমি তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই। এবং দ্রæত তাকে জেল হাজতে দেখতে চাই।
এ ব্যাপারে অভিযুক্ত তোবারক আলী গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, যখন ব্যাচেলর ছিলাম তখন তার সাথে আমার সর্ম্পক ছিল। সেটা ২০১৬ সালে একটা ঘটনার পরে শালিসের মাধ্যমে ১৯ হাজার টাকা অর্থদন্ড দিয়ে সমাঝোতা করেছি। এরপর তার সাথে আর কোন সর্ম্পক ছিল না। বর্তমানে আনা অভিযোগটি বানোয়াট এবং আমাকে হয়রানী করার জন্যই এই মামলা।
ঐ এলাকার ইউপি সদস্য হায়দার আলী মুঠোফোনে জানান, এ রকম একটি ঘটনা ঘটেছে আমি লোকমুখে শুনেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে রাজ্জাকের নারী বিষয় নিয়ে বিচার শালিস করেছি এটাও সত্য।
থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে ঘটনার সত্যতা শিকার করে জানান, মামলা হয়েছে আসামী ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্দ্যোগে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ক্যান্সার বিষয়ক সেমিনার

‘‘ দলীয় প্রধান রাষ্ট্রীয় প্রধান হলে ’’ জবাব দিহীতা থাকে না । -মো: আনিসুর রহমান বাকী

‘চাঁদনী রাইতে নিরজনে’’ আলোচিত গান নিয়ে নৃত্যনাট্য নির্মাণ করেছে তা-থৈ নৃত্যাঙ্গন

ঊর্বশী ফোরামের এবারের আকর্ষণ বিন্দু কণা’র নতুন গান ‘ফাগুন আইলো ফুলবাগানে’

বালিয়াডাঙ্গীর ৩০ চেয়ারম্যান প্রার্থীর ৯ জনই জামানত হারালেন!

আটোয়ারীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক