Sunday , 17 January 2021 | [bangla_date]

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়ন ফরম দাখিলে আচরণ বিধি মানে নি কোন প্রার্থী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলে আচরণ বিধি মানে নি কোন প্রার্থী। আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরাও মানে নি আচরণ বিধি। আচরণবিধি লঙ্গণে পিছিয়ে নেই নারী-পুরুষ কাউন্সিলর প্রার্থীরা। তবে প্রার্থীরা আচরণ বিধি লঙ্গণ করে মনোনয়ন ফরম দাখিল করলেও নিবার্চন কর্মকর্তা বা রিটানিং কর্মকর্তার তেমন ভ’মিকা ছিল না।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ১১ নং শর্তে স্পষ্ট বলা রয়েছে কোন প্রার্থী  মনোনয়ন ফরম দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শো-ডাউন করিতে পারিবে না। এছাড়াও পাঁচজনের বেশি  সমর্থক নিয়ে মনোনয়ন ফরম দাখিল করিতে পারিবে না। এছাড়াও নির্বাচন পূর্বে কোন প্রকার মিছিল বা শো-ডাউন করিতে পারিবে না। অথচ এ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল রোববার (১৭ জানুয়ারী) ছিল উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। এদিন বেলা ১২ টায় বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করতে আসেন উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক,পর্যায়ক্রমে মিছিল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক জিয়াউর রহমান ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সহ তার দলীয়কর্মি সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস, মিছিল নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার ও ব্যাপক সমর্থক ও মিছিল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান পৌর মেয়র আলমগীর সরকার, আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু প্রকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক সম্পাদক তাজউদ্দীন পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম সহ নৌকা প্রতীক সহকারে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
এর আগে গত শনিবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম দাখিল করেন পৌর’আ’লীগের সম্পাদক ভিপি রফিউল ইসলাম জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলম, স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন, সাধন বসাক, ইসতেখার আলম ও স¦তন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন তারাও মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। এছাড়াও নারী পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন এছাড়াও কাউন্সিলর পদে  ৩০ জন সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। পৌরসভায় নারী ভোটার ৭ হাজার ৩শত ৬৮ জন ও পুরুষ ৭ হাজার ২শত ৮৬ জন, এতে সর্বমোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪ জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রæয়ারী।
উপজেলা নির্বাচন অফিসার আখিঁ সরকার জানান, সুষ্ঠভাবে মনোনয়ন ফরম দাখিল হয়েছে। ভোটের সব কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের বার বার সর্তক করে বলা হয়েছে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করা যাবে না। তবে মনোনয়ন দাখিলের সময় আমার কাছে ৪-৫ জনের বেশি লোক আসেনি। তারপরেও তারা যেহেতু আচরণ বিধি লঙ্গন করেছে, বিষয়টি দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খানসামায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড

১৯৭১ এ বাংলাদেশে গনহত্যা ও জেনেসাইট এর জাতিসংঘ স্বীকৃতির দাবীতে দিনাজপুরে ‘আমরা একাত্তরের’ সমাবেশ

বীরগঞ্জের এক ব্যক্তির রহস্যজনক লাশ কাহারোল বটতলায় উদ্ধার

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

বীরগঞ্জে তোফাজ্জল হোসেন রাজা স্থাপন করেছে জ্বালানীবিহীন নিউ ইকো ব্রিক্স ইট কারখানা

বোচাগঞ্জ হাসপাতালে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী প্রদান করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল