Saturday , 23 January 2021 | [bangla_date]

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রস্তুতি নেয়ার নির্দেশনা মাউশির

দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারী) শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে।
কোভিড-১৯ চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।
মাউশির তৈরিকৃত এই গাইডলাইন অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেন ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়।

আদেশে আরও বলা হয়, শুধু করোনাকালীন সমস্যা মোকাবেলা নয়, বরং মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠার প্রধানদের। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটি নিশ্চিত করতে হবে। এরপর সরকারের সিদ্ধান্ত পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা

ফেসবুকে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠকুরগাঁওয়ে তরুন আটক

ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণী নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

পাকেরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর দেওয়া ল্যাপটপ পেল ভার্সিটি ছাত্র সাজিদ

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দাঁড়িয়ে থেকে তিন দশক পর প্রথম প্রেমিকের সঙ্গে মায়ের বিয়ে দিলেন দুই মেয়ে!

হাবিপ্রবিতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের হান্ড্রেড হিরো’জ সামাজিক জাগরণ

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক

ঠাকুরগাঁওয়ে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সলেমানের ব্যাটারি বিহীন ভ্রাম্যমান সোলার