Tuesday , 9 February 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা আ’লীগে কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ পৌরসভা নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ করার অভিযোগ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পর পর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে গভীর রাতে শহরে নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। অন্যটি সোমবার দিবাগত রাতে শহরের আর্টগ্যালারী মোড়ে নৌকা মার্কার অফিস ভাংচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কাজ শেষ পর্যায়ে। এ সময় বিকট আওয়াজ হয়। বের হয়ে দেখি কার্যালয়ের নিচতলায় একটি ককটেল এবং পরে দ্বিতীয় তলায় আরেকটি ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এ সময় দলীয় কার্যালয় এবং আশাপাশ এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেন জানান তিনি।
এদিকে, দুপুরের দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরেণের পর তাৎক্ষণিকভাবে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও দোষিদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার।
এদিকে ভোররাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আর্ট গ্যালারী মোড়ে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আ’লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরা অভিযোগ করে বলেন, গভীর রাতে তাঁর নৌকা মার্কার নির্বাচনী প্রচারণার অফিস ভেঙ্গে অগ্নিসংযোগ করেছে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা। এতে তার অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। পৌরসভা নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখাতে এ ধরনের ঘটনা প্রতিপক্ষ ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলাম শরিফ বলেন, আওয়ামী লীগ নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। নির্বাচনকে বানচাল করতে এটি নাটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে জেলা আওয়ামী লীগ অফিস এবং শহরের আর্টগ্যালারি এলাকায় পুড়িয়ে দেওয়া আ’লীগ প্রার্থীর প্রচারনার অফিস পরির্দশন করা হয়েছে। “এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আগামী ১৪ ফেব্রæয়ারি ঠাকুরগাঁও পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম বন্যা, বিএনপির শরিফুল ইসলাম শরিফ ও ইসলামী বাংলাদেশের আনোয়ার হোসেন প্রতিদ্ব›দ্বীতা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতি’র মিছিল

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —–হুইপ ইকবালুর রহিম

আটোয়ারীতে ৪৩ বছর ইমামতির পর অবসরজনিত বিদায় সংবর্ধনা

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হরিপুরে আলোচনা সভা

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

জমে উঠেছে বীরগঞ্জে উপজেলা নির্বাচন, ভোটের মাঠে প্রার্থীরা সরব