বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার এস আই আবু হাসনাত জামান জানান, ২৫ফেব্রুয়ারি -২০২১ বৃহস্পতিবার রাত অনুমান ১০টায় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন বলেয়া দারুল উলুম নূরানী মাদ্রাসার সামনে হতে অচেনা এই বৃদ্ধা রুগীকে অজ্ঞাত কিছু পথচারী চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জে নিয়ে এসে হাসপাতালে রেখে পালিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । উক্ত বৃদ্ধা মহিলার লাশ বর্তমানে এমত এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে এবং অজ্ঞাত নামা এই মহিলার সঠিক পরিচয়ের সন্ধান পেলে ০১৭১৬৭৭৫৫৪৬ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন । এব্যাপারে বীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে যার নং-০৭ তাং-২৬/০২/২০২১।