Monday , 15 February 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভায় কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য বীরগঞ্জ পৌরসভা ও ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রæয়ারি সোমবার সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য বীরগঞ্জ পৌরসভা ও ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল কাদের। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, ৫ নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি,কর্মকর্তা – কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও