Saturday , 13 March 2021 | [bangla_date]

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

হাতে নীল রঙের বদনা, একটি রডে হ্যান্ড মাইক দাড়ানো অবস্থায়, নিজেও দাড়িয়ে বিভিন্ন ছন্দের সাথে তাল মিলিয়ে গান শোনাচ্ছেন অন্ধ আসাদুল। চারপাশে বেশ ভিড় জমিয়েছে বাজারের লোকজন শ্রোতারা। মনযোগ ভরে শুনছে তার গান।

গান শুনে মুগ্ধ হয়ে কেউ ২ টাকা, কেউ ৫ টাকা কেউবা ১০ টাকা দিচ্ছেন পাশে পাতানো গামছায়। প্রায় ঘন্টা খানেক গান শোনাবার পর স্থান ত্যাগ করে অন্যস্থানে একই কায়দায় গান শোনানোই এখন তার পেশা। জন্মের পর থেকে অন্ধ হলেও ভিক্ষাবৃত্তি পেশাকে বেছে নেননি আসাদুল।

সম্প্রতি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাট বাজারে গান শোনানোর সময় তার সাথে কথা হয়। তিনি জানান, তার বাড়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের বগলাডাঙ্গী বাজারে। জন্মের পর থেকে অন্ধ আসাদুল। কোন আয় রোজকার না থাকায় বদনা বাজিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন।

আগ্রহ ভরে আসাদুল জানান, তার বাড়ীতে দুটো কন্যা সন্তান ও আনোয়ারা নামে স্ত্রী রয়েছে। অভাবের সংসারের ভার তার ঘাড়ে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের বিভিন্ন হাট-বাজারে বদনা বাজিয়ে গান শুনিয়ে চলে তার সংসার।

আসাদুলের ইচ্ছা তার দু’মেয়েকে পড়ালেখা শিখিয়ে মানুষ বানাবে। পাত্রস্থ করবে সুপাত্রের হাতে। এছাড়াও নিজের স্ত্রী’র বেশ কিছু স্বপ্ন পুরণ করতে পারেননি অভাবের তাড়নায়। সেগুলো বাস্তবায়ন করার ইচ্ছাও রয়েছে তার।

আসাদুল জানান, তার প্রতিদিন ৫-৬’শ টাকা আয় হয় গান শুনিয়ে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালীন সময়ে খুব খারাপ সময় কেটেছে তার।

গান শোনার রাণীশংকৈল পৌর বাজারের অনেকেই তার প্রশংসা করেছেন। তারা জানান, মানুষ এমনিতেই ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়। যাদের শরীর ভালো আছে, কাজ করতে পারবে তারাও এখন ভিক্ষা করছে। অথচ আসাদুল অন্ধ হওয়া স্বত্ত্বেও ভিক্ষা করেননি। এতে বোঝা যায় ভাল মনের মানুষ সে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে।

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ জানান, আমরা আসাদুলের খোঁজ খবর নিচ্ছি। যদি প্রতিবন্ধী ভাতা না হয়। তাহলে উপজেলা সমাজসেবা অফিসারকে বলে তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

বীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও

জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেলের মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈলে ভাটার স্ত‚পের মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ!

তরমুজ-বাঙ্গী-আনারস চড়া দামে বিক্রির অভিযোগ!

ভাষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ আমাদের ঐহিত্য, এগুলোকে বিকশিত করতে হবে…রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে…. জেলা প্রশাসক জহুরুল ইসলাম

ঘোড়াঘাটে কৃষকদের আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ

বর্ণিল আয়োজনে পঞ্চগড়েও ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান

কাহারোলে সড়ক দূঘর্টনায় নিহত-২ আহত-১ জন