Thursday , 25 March 2021 | [bangla_date]

পীরগঞ্জে ভূমিহীনদের উপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমিহীনদের মাঝে খাসজমি-জলাশয় প্রবেশাধিকার ও খাসজমিতে ভূমিহীনদের উপর হামলা-মামলা সহ নানা রকম অত্যাচার প্রতিরোধে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিডিএ নামক একটি বেসরকারি সং¯’ার উপজেলা কার্যালয়ে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি আনছারুল ইসলাম। লিখিত বক্তব্যে দাবী করাহয়, পীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে সিডিএ’র সহায়তায় ৬৯টি গ্রামভিত্তিক জনসংগঠন রয়েছে। এর সদস্য সংখ্যা ১০ হাজার ৮৮৩ জন। বর্তমান সরকার দরিদ্র ও ভূমিহীন বান্ধব হলেও স্থানীয় কিছু ভূমিদস্যুর কার্সাজি ও দৌরাত্মের কারণে ভূমিহীন সদস্যরা সরকারি খাসজমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং নানা প্রকার মিথ্যা মামলাসহ হামলা, অত্যাচার ও নিপীড়নের শিকার হ”েছন। সংবাদ সম্মেলনে দাবী করা হয়। বৈরচুনা ইউনিয়নের অধীনে জগন্নাথপুর গ্রামের খেকিডাঙ্গীর প্রায়৮০ একর সরকারি খাসজমিতে একজন মুক্তিযোদ্ধা সহ ১৭৫টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করাসহ কৃষিচাষাবাদ করছেন। ওই ভূমিহীন পরিবারগুলো বিদ্যুৎসংযোগ পেতে বিদ্যুৎবিভাগে আবেদন করেন। সেখানে সংযোগ দিতে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ শুরু করেন। স্থানীয়ভূমি দস্যুদের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎসুবিধা থেকে বঞ্চিত হ”েছন ভূমিহীনরা। এদিকে খনগাঁও ইউনিয়নের ঘিডোব মৌজায় খাসখতিয়ান ভূক্ত প্রায় ৫৪ একর জমির মধ্যে প্রায় সোয়া ৫ একর জমিভূমিহীনরা ভোগ দখল করে আসছিল। ৩-৪ বছর ধরে রাজনৈতিক পেশি শক্তির মাধ্যমে ভূমিহীন পরিবার গুলোকে উ”েছদ করে ওই সম্পত্তি প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। মিথ্যা মামলাদিয়ে হয়রানি করছেন ভূমিহীনদের। তাছাড়া কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাগ্রামের ২৪টি ভূমিহীন পরিবারকে ২০১০ সালে১০ শতাংশ করে খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়াহলেও এখন পর্যন্ত ১২টি ভূমিহীন পরিবার বন্দোবস্তকৃত জমির দখল বুঝে পাননি।

সংবাদ সম্মেলনে সিডিএ’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা বেলাল হোসেন, ব্যব¯’াপক বাস্তবায়ন সোহেল রানা, উপজেলা সমন্বয়কারী কাউসারুল আলম, ইউনিট ব্যব¯’াপক ডালিম হোসেন, ঘিডোব ভূমিহীন জনসংগঠনের সভাপতি অবিনাস রায়, কোষরাণীগঞ্জ ইউনিয়নের সম্পাদক ভারতীরানীসহ ¯’ানীয় ভূমিহীন, প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপ¯ি’ত ছিলেন।এর আগে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্টন ও বন্দোবস্ত সহ ৬দফা দাবী বাস্তবায়নে উপজেলা নির্বাহীঅফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মরকলিপি পেশ প্রদান করেন ভূমিহীনরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তেক্ত করার অভিযোগে যুবককে ৫ দিন কারাদন্ড

ঢাকা ব্যাংকের জনসেবায় প্রশংসনীয় উদ্যোগ তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে পানি বিতরণ

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

পীরগঞ্জে ছাগলের পিপিআর রোগ নির্মুলে বিনা মুল্যে টিকা ক্যাম্পেইন

বৃষ্টি আর পরিবহন সংকটে ক্ষতির মুখে বীরগঞ্জের সবজি চাষিরা

বালিয়াডাঙ্গীতে মসজিদের উন্নয়ন কাজে অর্থ অনুদান

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা

মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে, সমাজের উন্নয়নে দিনাজপুর জিলা স্কুল এক্স স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু