পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব “এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ।
নারী দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগনজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব আলোচলা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়,
আলোচলা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক নারী, ছাত্রী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সহ বিভিন্ন সরকারী কর্মকতা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্হিত ছিলেন ।
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে নারী বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা স্বাগত বক্তব্যে বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন। নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
উল্লেখ: বিভিন্ন সংগঠন ব্যানার ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে দিবসটি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে দেখা গেছে।
দিবসটি পালনে সহয়োগিতায় ছিলেন গুড নেইবারস বাংলাদেশ, ইস এস ডি প্রেমদ্বীপ প্রকল্প, সিডিএ পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রমুখ।
















