Thursday , 18 March 2021 | [bangla_date]

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

ফাতেমা খাতুন (২০) নামে এক প্রসূতিকে পুরো চিকিৎসা না দিয়েই বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে অন্য হাসপাতালে যেতে বলেন। এরপর দ্বিতীয় তলা থেকে হাসপাতাল চত্বরে যেতেই ফাতেমার পুনরায় প্রসববেদনা শুরু হয়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর উঠতেই তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন।

জানা গেছে, ফাতেমা খাতুন উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী।

এটি ফাতেমা খাতুনের প্রথম সন্তান, এই নবজাতকের নাম রাখা হয়েছে আলী আকবর। এই অমানবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে শিশু ওয়ার্ডে সন্তান নিয়ে ভর্তি রয়েছেন ফাতেমা খাতুন। তবে শিশুটি সুস্থ থাকলেও তার মা ফাতেমা খাতুন উচ্চ রক্তচাপজনিত রোগে কাতরাচ্ছেন।

হাসপাতালের চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, ফাতেমা খাতুনের প্রসববেদনা উঠলে শুক্রবার রাত ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করান। মাত্র ২০ মিনিট পর নার্সদের পক্ষ থেকে জানানো হয় তাকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি করানো সম্ভব না।

একপর্যায়ে হাসপাতাল থেকে ফাতেমাকে ছাড়পত্র দেওয়া হয়। তখন হাসপাতালের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে সিএনজিচালিত অটোরিকশায় উঠে বসতেই সেখানে সন্তান প্রসব করেন ফাতেমা।
ফাতেমা খাতুনের স্বামী আসাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাড়পত্র দিয়ে আমাদের হাসপাতাল থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। নিরুপায় হয়ে চিকিৎসার জন্য টাকা ও গাড়ি জোগাড়ের চেষ্টা করতে থাকি। এ সময় হাসপাতাল চত্বরেই আমার স্ত্রী সন্তান প্রসব করে।

আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ইনস্টিটিউটের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জে শীতার্তদের পাশে আমেরিকা প্রবাসি

পীরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ডিআইএসটি’র সনদ বিতরণকালে দিনাজপুর চেম্বার সভাপতি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারিগরি শিক্ষা যথেষ্ঠ অবদান রাখবে

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

কমছে আবাদি জমির পরিমান বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরি ভাগের মাটি

পঞ্চগড়ে ক্যাবের উদ্যোগে জ্বালানী রুপান্তর নীতি ও জ্বালানী সনদ চুক্তি বিষয়ে সংলাপ