Tuesday , 16 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাননীয় কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি কে নৌকা প্রতীকী ফুলেল শুভেচছা জানায় জাতীয় যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
১৫ মার্চ সোমবার বিকেলে উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কমর্সূচীর আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমালয় ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান চাষীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলেল শুভেচছা জানান, জাতীয় শ্রমিকলীগ যুব কমিটির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সুলতান আলী (বুলু), যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান (মজু), জিল্লুর রহমান, জাতীয় যুব শ্রমিক লীগ পৌরকমিটির সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী, ৫ নং সুজালপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃশাজাহান, ৪ নং পাল্টাপুর ইউনিয়ন সভাপতি উত্তম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৬ নং নিজপাড়া ইউনিয়ন সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এসময় জাতীয় যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দের উদ্যোগে উপস্থিত স্থানীয় কৃষকদের মাঝে ২ শতাধিক আম, কাঁঠাল, লেবু, মালটা,বাদামী, জলপাই,মেহগনি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও