Friday , 12 March 2021 | [bangla_date]

বীরগঞ্জে জেমস পিটার তালুকদারের দৌরাত্মে আদিবাসী বাবুলের পরিবার দিশেহারা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোঁচা পুকুর ( ঝাটু পাড়া) গ্রামের আদিবাসী মৃত সামু মার্ডির ছেলে বাবুল মার্ডি (৫৫) অভিযোগে জানান, উপজেলার ছোট বোঁচাপুকুর, সুজালপুর, চাকাই মৌজার বিভিন্ন দাগের প্রায় ৬.৬৫ একর জমির রেকর্ডীয় মালিক রাম সরেন তার জীবদ্দশায় তার সম্পতি স্ত্রী জোবা মার্ডিকে অরেজিষ্ট্রিকৃত দানপত্র মূলে দান করে মৃত্যু বরন করে। জোবা মার্ডি নিঃসন্তান হওয়ার কারনে পরবর্তিতে দানপত্রের অছিয়ত মতে নালিশী সম্পত্তিসহ অপরাপর সম্পত্তি পালিত পুত্র বাবুল মার্ডিকে অরেজিষ্ট্রিকৃত উইল মূলে দান করে। বাবুল মার্ডি নাবালক থাকায় উক্ত সম্পত্তি বেদখল, বেহাত হওয়ার আশংকায় ও রক্ষণাবেক্ষণের সুবিধার্থে খারিজ মোকদ্দমামূলে তার পিতা সামু মার্ডির নিজ নামে খারিজ করেন যা অদ্যবধি বহাল রয়েছে। উক্ত সম্পত্তি মৃত সামু মার্ডি তার জীবদ্দশায় ৩ ছেলে বাবুল মার্ডি, মান্দাই মার্ডি ও রবি মার্ডির নামে দানপত্র সম্পাদনমূলে জমির ভোগদখল অর্জিত হয়। তদুপরি উল্লেখিত জমিজমা ভোগদখলের চক্রান্তে লিপ্ত থেকে নিঃ সন্তান অবস্থায় মৃত্যু বরনকারী মৃত রাম সরেনের ভূয়া ২য় স্ত্রী শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়ার খোতা মুরমু ও ভূয়া ওয়ারিশানে ৩ জন পুত্রের নামের পিছনে মূরমু থাকা সত্বেও সরেন যোগ করে অর্জুন মূরমু সরেন, ঠেমকো মুরমু সরেন ও রেসকো মুরমু সরেনকে ওয়ারিস দেখানো হয় এবং মৃত্যুর পর তাদের সন্তান সুষিল সরেন,সোম সরেন,লক্ষ্মীরাম সরেন, সানাই সরেন, দিনবন্ধু সরেন,বাবুরাম সরেন ও বুধরাই সরেনেরও ভূয়া ওয়ারিশান তৈরি করে একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ নানা ধরনের হুমকি ধামকিতে নির্যাতিত অসহায় বাবুল মার্ডির পরিবার চরম আতংকে দিনাতিপাত করছে। আদিবাসী বাবুল মার্ডির পরিবারের সদস্যরা জানান, উল্লিখিত ভূয়া ওয়ারিশদের সাথে হাতমিলিয়ে ও স্থানীয় একটি অসাধু চক্রের যোগসাজশে কোতোয়ালি থানার স্বার্থান্বেষী ব্যক্তি জনৈক জেমস্ পিটার তালুকদার প্রত্যক্ষভাবে মদত ও উষ্কানী দিয়ে এই এলাকার অসহায় আদিবাসীদের সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন। তারা আরো জানায় ভিন্ন গোত্র বা ভিন্ন ধর্মাবলম্বীর হওয়া সত্বেও দীর্ঘদিন যাবত অত্র উপজেলার নিজপাড়া,২৫ মাইল, সিংরা ফরেস্ট, মরিচা, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের জমি- জমা নিয়ে বিরোধ সৃষ্টি ও হয়রানী করে এবং নানান নামের মানবিক সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নিজস্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত থেকে এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের কাছে ত্রাস হিসেবে পরিচিত জেমস্ পিটার তালুকদার। সম্মিলিত দূ:স্কৃতিকারীদের দৌরাত্মে দিশেহারা ভুক্তভোগী বাবুল মার্ডির পরিবারের সদস্যরা মদতদাতা পিটার তালুকদারসহ জাল-জালিয়াতীভাবে তৈরিকৃত উল্লেখিত ভূয়া ওয়ারিশদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণে উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বিনোদন কেন্দ্রের অভাব পূরনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে স্বপ্নজগত

আটোয়ারীতে সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ

বোচাগঞ্জে হা-ডু-ডু টুর্ণামেন্ট উদ্বোধন খেলায় উপচেপড়া ভীড়

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত -১, ইউপি সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক ইউ,পি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোজাহারুল ইসলাম আর নেই

দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব যহ্মা দিবস পালিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন রাণীশংকৈলে ভাটাগুলোতে আগুন জ্বালানো অনিশ্চিত

বোচাগঞ্জে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের বৃক্ষ রোপন