Sunday , 7 March 2021 | [bangla_date]

ভারতে পালিয়ে গেলেন পরিবারসহ ৭ পুলিশ কর্মকর্তা।। ফেরত চাইল মিয়ানমার

মিয়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তা পরিবারকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন। দেশটির সামরিক শাসকের আদেশ মানতে অস্বীকার করেছেন তারা। ভারতে তারা আশ্রয়প্রার্থী হয়েছেন। বলেছেন, মিয়ানমারের সামরিক শাসক তাঁদের এমন সব নির্দেশ দিচ্ছেন, যা মানা সম্ভব নয়।

সেই কারণে তারা ভারতে চলে এসেছেন।
কিন্তু প্রতিবেশী দেশ ভারতের কাছে নিজেদের পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমার। এক চিঠির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ দোহাই দিয়ে নিজেদের কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

এ ব্যাপারে ভারতের মিজোরামের এক ডেপুটি কমিশনার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা মিয়ানমারের ফালাম জেলা থেকে একটি চিঠি পেয়েছেন।

সেখানে বলা হয়, আটজন পুলিশ কর্মকর্তার সীমান্ত অতিক্রমের খবর রয়েছে তাদের কাছে। প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তাদের যেন মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
ভারতীয় ওই কর্মকর্তা জানান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারসহ ৩০ জনের একটি দল আশ্রয়ের সন্ধানে মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে।

ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এএফপি জানায়, সীমান্ত অতিক্রমের আশায় আরও মিয়ানমারের নাগরিক অপেক্ষা করছে।
গত মাস থেকে অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে গণবিক্ষোভ ও ধর্মঘট চলছে। ইতোমধ্যে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরও কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে ক্ষমতা দখল করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

পীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি,  ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি, ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

পাওনা অর্থ ক্ষতিপূরণসহ পাওয়ার দাবিতে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মানববন্ধন

পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সিভিল সার্জন’র

রাণীশংকৈলে মাদক কারবারির জেল

বাংলাদেশ একটি সুন্দর দেশ : ব্রিটিশ হাই কমিশনার ।

দিনাজপুরে ১৪৫ কেজি গাজা সহ ১জনকে আটক করেছে র‍্যাব-১৩