Thursday , 11 March 2021 | [bangla_date]

রুহিয়ায় ঘরের বেড়া কেটে গরু চুরি!

রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গোয়ালঘরের বেড়া কেটে চোরেরা একটি গরু নিয়ে গেছে। দিবাগত বৃহস্পতিবার রাতে রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামের আব্দুর রহমান বাড়ি থেকে এ গরু চুরি হয়।

আব্দুর রহমান রুহিয়া কর্নফুলী বাজারে টিনের ব্যবসা করেন। চুরি যাওয়া গরুটির দাম ৪৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন গরুর মালিক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়, একটি গরু চুরির বিষয় নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও