Thursday , 22 April 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে সংক্রমণঝুঁকিতে টিকাদান কেন্দ্র

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনাভাইরাসের টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়ে টিকা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এই টিকাদান কেন্দ্রটিতে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর মানুষ আসে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে। অথচ এই বিপুল সংখ্যক মানুষের টিকাদান প্রক্রিয়ায় মানা হচ্ছে না কোনোপ্রকার স্বাস্থ্যবিধি।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কেন্দ্রে একদিকে টিকা নিতে আসা লোকজন যেমন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না, তেমনি স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর কোনো ব্যবস্থা বা এর জন্য উদ্বুদ্ধ করতেও প্রচারণা নেই হাসপাতাল র্কর্তৃপক্ষের। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফসহ টিকা নিতে আসা সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সরেজমিন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়ে কথা হয় দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা ঠাকুরগাঁও রোড এলাকার রিপনের সঙ্গে। টিকাদান কেন্দ্রের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দেশ বলেন, ‘এখানে টিকা নিতে এসেছি, না করোনাভাইরাস বহন করে বাসায় নিয়ে যাচ্ছি, তা বলতে পারছি না। সকাল থেকে অপেক্ষা করে সিরিয়াল পেয়েছি। এখানে কোনোপ্রকার স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। একে অপরের গায়ের সঙ্গে লেগে থেকে সিরিয়ালে দাঁড়িয়ে ও বসে আছেন। স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। অবস্থা দেখে মনে হচ্ছে মাছের বাজারেও এত ভিড় থাকে না।
তিনি আরও বলেন, ‘টিকা নিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করার কথা বলা হলেও বসার জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নেই। ফলে অনেকে টিকা নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা না করেই চলে যাচ্ছেন।’ ’ কাথা হয় কলেজ পাড়া থেকে আসা রুহুল আমিনের সাথে তিনি জানান, যে জায়গাটিতে টিকা কেন্দ্রে তার আশে আশের পরিবেশ অনেক নোংড়া বিষয়টি কতৃপক্ষের নজর দেয়া উচিৎ। সিরাজুল ইসলমা নামে এক জন জানান,স্বস্থ্য বিভাগ নিয়মিত বলেন স্বাস্থ্য বিধি মেনে চলুন । আর সেই স্বাস্থ্য বিভাগ ক্যাম্পসেই স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।
এ সময় টিকা কেন্দ্রে এক স্বেচ্ছা সেবকের সাথে কথা হয়। তিনি বলেন আমরা বার বার কর্তৃপক্ষকে বিষয়টি বলেছি, কিন্তু কোন সুরাহা হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন , এ বিষয় গুলো ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক দেখেন । তাকে বললে ভাল হয়। তার পড়েও যেহেতু অভিযোগ পেলাম আমিও বিষয় টি দৃষ্টি আকর্ষন করবো ।
এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ববাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে এমবিএসকে’র উদ্যোগে আনন্দমুখর পরিবেশে পালিত হলো কৈশোর মেলা

পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

দিনাজপুরে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১৩

বোদায় জাতীয় ভোটার দিবস পালিত

তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে র‌্যালী, সমাবেশ ও প্রতিবাদ সভা

রাণীশংকৈল উপজেলা পরিষদে আধুনিক ফোয়ারা উদ্বোধন