Monday , 26 April 2021 | [bangla_date]

বীরগঞ্জে দোকান মার্কেটে ক্রেতাদের ব্যাপক উপস্থিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেও প্রাণ ফিরে পেল দিনাজপুরের বীরগঞ্জ পৌর মার্কেটের দোকানপাট। অন্যদিক উপজেলার ১১টি ইউনিয়নের বাজারগুলোতে চলছে উৎসব মুখর পরিবেশ। দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারি ঘোষণায় রবিবার থেকে খুলতে শুরু করেছে সব দোকানপাট ও শপিং মল। উপজেলা প্রশাসন বাজারে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রয়াস চালিয়ে যাচ্ছে। রয়েছে তাদের তদারকি ও নজরদারি। চলমান লকডাউনের মধ্যে দোকানপাট, বিপণী বিতান খোলার প্রথম দিনেই সর্বসাধারণের উপচে পরা ভিড় দেখা গেছে পৌরসভার ছোট-বড় বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে। ব্যবসায়ী ও মার্কেট কর্তৃপক্ষ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে তাদের ব্যবসায়ীক কার্যক্রম শুরুর চেষ্টা করলেও সাধারণ মানুষের ভিড়ে সবই যেন উপেক্ষিত হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হয়,ব্যবসায়ীরা দোকান খোলার জন্য যতটা না উদগ্রীব ছিলেন তার চেয়ে বেশি অপেক্ষায় ছিলেন ক্রেতাসাধারণরা। সরেজমিনে দেখা গেছে, চলমান দ্বিতীয় ধাপের লকডাউনের মধ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এমন ঘোষণার দ্বিতীয় দিনেও সব ব্যবসায়ীই তাদের স্ব স্ব দোকান খুলে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করেন। টানা ১২দিন বন্ধ থাকার পর শপিং মলগুলোতে হুড়মুড়য়ি আসছেন ক্রেতারা। দোকান খোলার শুরুতেই স্বাস্থ্যবিধির তোয়াক্কাহীন অকেজো জীবাণুনাশক টানেল ও দূরত্ব শূন্যের কোঠায় স্বাস্থ্যবিধি মানা আর না মানার দ্বন্দ্বে ক্রেতা-বিক্রেতা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, করোনার বিস্তার রোধে জনগনকে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারণা চাকানো হচ্ছে। তাই শুধুমাত্র আইন প্রয়োগ করে বা আইনের আওতায় নয় সমগ্র উপজেলাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কোভিট ১৯ মোকাবিলা করতে আন্তরিকতার সাথে সচেতনতা সৃষ্টির মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে ২শ পিস ফেন্সি-ডিলসহ আ-টক-৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

ইমাম প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি রাঙানো জারুল ফুলের পসরা

হরিপুরে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

পীরগঞ্জে হোলিল্যান্ড চাইল্ড কেয়ার একাডেমির বিদায় সংবর্ধনা

পর্যটনে উন্নতমানের মোটেল নির্মাণ করা হবে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

বোচাগঞ্জে ইয়ামাহা মোটরসাইকেল টেষ্ট রাইড ও ফ্রি সার্ভিসিং অনুষ্ঠিত