বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, সাতোর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুবউদ্দিন, পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, কোচিং সেন্টার সহ সব ধরণের জনসমাগম বন্ধ থাকবে এবং বিয়ে -জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে লোকসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সব ধরণের ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমৃহে এবং শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খাবার হোটেলে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের একসঙ্গে প্রবেশ বা অবস্থান করতে পারবেনা এবং উক্ত স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমুক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবগত করা হয়।