Wednesday , 21 April 2021 | [bangla_date]

শঙ্কিত বাদীপক্ষ ৬ মাসেও গ্রেপ্তার হয়নি হত্যা মামলার আসামী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জমির আইল কাঁটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কৃষক পানিয়া বর্মন হত্যা মামলার ৬ মাস পেরিয়ে গেছে। এ পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে নিহতের পরিবারের সদস্যরা। আসামীরা প্রতিবেশী হওয়ায় প্রতি নিয়ত বিভিন্ন রকমের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করায় তাদের ভয়ে কোনঠাসা হয়ে পড়েছে ভুক্তভোগি পরিবারটি ।
জানা যায়, জমির আইল কাঁটাকে কেন্দ্র করে ২০২০ সালের ৩ আগষ্ট জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের অন্তর্গত দোগাছি মন্ডলপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক পানিয়া বর্মন(৬০)।
এ ঘটনায় নিহতের ছেলে শ্রী সঞ্জয় ওই দিনই বালিয়াডাঙ্গী থানায় ফাকাশু(৫৫), ধনদেব(৫০), মহেশ্বর চন্দ্র সিংহ(৩২), কৃষ্ণ চন্দ্র সিংহ(৪৬), সিদ্ধি রাণী(৪০),মধুসুধন বর্মন(৩০) ও রজনী কান্ত (২৩)‘র নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত কৃষক পানিয়া বর্মনের ছেলে ও মামলার বাদী শ্রী সঞ্জয় জানান, দীর্ঘ ৬ মাস পেড়িয়ে গেলেও একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের একজনও গ্রেপ্তার হলো না। অথচ তারা হত্যা করে বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়ে উল্টো আমাদেরকেই হুমকি-ধামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। দেশে আইন-আদালত বলে কি কিছু নেই! দিন দুপুরে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলল অথচ আসামীরা গ্রেফতার হচ্ছে না! শুনেছি তারা লাখ লাখ টাকা খরচ করে পিটিয়ে হত্যার ঘটনা ধামাচাপা দিতে স্বাভাবিক মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরী করছে। আর এ ঘটনা যদি সত্য হয়, তাহলে সাধারণ মানুষের কাছে আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাবে। আমি চাই প্রকৃত আসামীরা আইনের আওতায় আসুক, তাদের সঠিক বিচার হোক।
এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

এদিকে বাদী পরিবারের অভিযোগ আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ আসামীদের গ্রেপ্তারে গড়িমসি করছে। এ বিষয়ে তারা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাঝে

বোচাগঞ্জে সিডিএর বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

নবগঠিত সেনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানখুড়ী নাম পরিবর্তন করে সেনপাড়াঃ প্রতিবাদে মানববন্ধন।

দিনাজপুরে ২শ পিস ফেন্সি-ডিলসহ আ-টক-৩

ঠাকুরগাঁওয়ে কাঁচা চা পাতার দাম কম হওয়ায়-চাষিরা বিপাকে !

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ইট ভাটা মালিকদের বিরুদ্ধে সরকারি করারোপ-এর প্রতিবাদে মতবিনিময় সভা

প্রায় ১৫০ বছরের প্রতিষ্ঠানে কালী প্রতিমা তৈরি শেষ,চলছে রং-তুলির আঁচড়