Wednesday , 7 April 2021 | [bangla_date]

শিশুবক্তা’ রফিকুল ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাভিশন ডিজিটালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। কখন এবং ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে এসব বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি জানিয়ে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন

সর্বশেষ - ঠাকুরগাঁও