Friday , 16 April 2021 | [bangla_date]

হরিপুরে চলছে রমরমা আইপিএল খেলা

হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা চলছে আইপিএল রমরমা জুয়ার আসর৷

চলমান ফ্রাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এ জমজমাট লিগকে ঘিরে এক ধরনের অসাধু চক্র প্রতিনিয়তই খেলছে জুয়া। ‘আইপিএল জুয়াথ এখন ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়৷

হরিপুর সবখানে চলছে রমরমা আইপিএল ক্রিকেট জুয়া ৷সারা বছর অনুষ্ঠিত হয়৷ আন্তর্জাতিক,টি-টোয়েনটি,টেস্ট,ওয়ানডে,বিশ্বকাপ,আইপিএল,বিপিএল সহ দেশ-বিদেশ ও ঘরোয়া লিগগুলো ঘিরে বাজিকরদের চলছে রমরমা ক্রিকেট জুয়ার বাণিজ্য ৷এতে জড়িয়ে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা,বেকার যুবক,ব্যবসায়ী,ভ্যানচালক,নাপিত ও নি¤œ আয়ের মানুষ৷

উপজেলার বিভিন্ন দোকানে,বাসা,ক্লাব চত্বর,পাড়া-মহল্লসহ যেখানে টিভি সেখানে ক্রিকেট জুয়ার মহাৎসব ৷প্রতিদিন চলে লাখ লাখ টাকা বাজি৷ক্রিকেট জুয়ারিরা অনেটাই প্রশাসনের ধরার্ছোয়ার বাইরে থাকছে জুয়ারিরা ৷
জানাযায়,ক্রিকেট জুয়া শুধু সরাসরি নয় মুঠোফোনে এসএসএস দিয়ে ও ফোন কলের মাধ্যমে ও জুয়ার ডিলার দের সাথে যোগাযোগ করে বাজি ধরা হয়৷

অন্য বাজি করদের সাথেও বাজি ধরা হয়৷কে বেশী উইকেট পাবে,কে বেশি ছক্কা মারবে,কে বেশি চার মারবে,কোন খেলুয়ার বেশি রান পাবে,কোন বলে ছক্কা বা চার বেশি হবে৷ এসবের ওপর প্রতি মূহূর্তে চলে বাজিকরদের বাজি খেলা৷
ক্রিকেট জুয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত সাধারণ মানুষ ৷ উপজেলার নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েক জন ব্যাক্তি বলেন,উপজেলার জুয়ার খেলা পরিচালনা করে হাতে গুনা কয়েক জন ডিলার৷তাদের কে আইনের আওতায় আনা হলে অনেকটাই কমে যাবে ক্রিকেট জুয়া৷বর্তমানে জুয়ার কয়েকজন ডিলার তাদের বাসায় বসে মুঠোফোনের মাধ্যমে জুয়ারীদের মুঠোফোনে এমএমএস দিয়ে বাজি ধরে৷অনেক সময় সাথে নিয়ে আসা টাকা হেরে গেলে৷
মোবাইল,সাইসাইকেল,মোটর সাইকেল,হাত ঘরি,স্বর্ণের চেল,নাক ফুল,কানের দুল বন্ধক দিয়ে আবার জুয়ার বাজি ধরে৷
যাদুরাণী জুয়ার খেলার ডিলারদের মধ্যে একজন সব থেকে সুদ ব্যবসায়ী রয়েছে৷যাদুরাণী বাজারে জুয়ার স্পট নাপিত পট্রী,যাদুরাণী একটি চা বিস্কুট,কাপড়ের দোকান আছে৷ দোকানগুলোতে ক্রিকেট খেলার সময় চলে৷মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷

চলমান আইপিএল ক্রিকেট জুয়া খেলায়,নাম না প্রকাশ করার শর্তে একজন বলেন,আমি লোভে পড়ে ক্রিকেট জুয়ায় বাজি ধরে৷হাজার হাজার টাকা হেরে গেছি৷আমার মতো অনেকে অনেক টাকা বাজি ধরে হেরে গেছে৷অনেকেই নিঃস্ব হয়ে গেছে৷ক্রিকেট জুয়া বন্ধে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি৷

এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনর্চাজ এস এম আওরঙ্গজেব বলেন,মূলত আইপিএল জুয়া খেলাটি কম্পিউটার বা ডিভাইস ভিত্তিক একটি চক্র৷আমরা আইপিএল জুয়ারিদের হাতেনাতে ধরতে তৎপর রয়েছি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের ৫ টি চোরাই গরু বীরগঞ্জ থেকে উদ্ধার

বিরলে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী পাপেট শো বা পুতুল নাচ

রাণীশংকৈলে মসজিদে বেড়েছে চুরি- প্রশাসন বলছেন আমরা কি মসজিদ পাহাড়া দেবো ?

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ঠাকুরগাঁও মুক্ত দিবসে মোমবাতী প্রজ্জ্বলন,ফুল দিয়ে শ্রদ্ধা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত তেঁতুলিয়া সীমান্তে

বালিয়াডাঙ্গীতে ৩য় দফা নির্বাচনে সংঘাতের শংকায় সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!

কাহারোল হাসপাতালে ২০২২ সালে  নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

কাহারোল হাসপাতালে ২০২২ সালে নরমাল ডেলিভারি প্রসব ১৪৪ জন

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু