Friday , 21 May 2021 | [bangla_date]

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

কন্যার সুখের জন্য কত কষ্টে বিয়ে দেন মা-বাবা। অনেক সময় সর্বস্ব বেচেদিয়ে দিতে হয় যৌতুকও। কিন্তু সবার কপালে সুখ জোটে কি! মাঝে মাঝেই দেখি বঞ্চনা, বঞ্চনা অসহনীয় বঞ্চনা। সমাজের বাস্তব চেতনামূলক কথায় লেখা এরকম একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার। গানটি আগামী ২৩ মে সন্ধ্যা ৭.১৫টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে।
উর্বশী ফোরাম ইতোমধ্যে বিভিন্ন জনপ্রিয় শিল্পীর ১৯ টি গান নির্মাণ করেছে। ফোরামটির সংগীত সমন্বয় কারী হৃদয় সৈকত জানিয়েছেন এই প্রকল্পের সব গানই অধুনা লোকধারার ও মৌলিক। গানটি সম্পর্কে ভক্তদের জন্য সালমা একটি লাইভ ভিডিও করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘এটি গ্রামবাংলার গান, বাস্তব কথার গান। নারীদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটছে। প্রথম শোনাতেই গানটি আমার খুব ভালো লেগেছে। আমি আশাকরি আমার ভক্ত মেয়েদের ও ছেলেদের সকলেরই গানটি খুব ভালো লাগবে।’ এই গানের গীতিকার ড. মো. হারুনুররশীদ এবং সুরকার প্লাবন কোরেশী।গানটির সংগীত পরিচালনা করেছেন এএইচ তূর্য।
ইতোমধ্যে এই সংগঠনের‘চাঁদনী রাইতে নিরজনে’এবং‘কাঁচাবাঁশে ঘুণ ধইরাছে’শিরোনামের গান দুটো ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছে। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওন। দ্বিতীয় গানটিতে কণ্ঠ দেন সুলতানা ইয়াসমিন লায়লা। ফোরামের আরেক সমন্বয়ক নিজাম উদ্দিন জাহিন বলেন, ‘আমরা শুদ্ধ ধারায় গানের চর্চা করতে চাই। জনপ্রিয়তা অর্জন আমাদের উদ্দেশ্য নয়। সমাজ বদলে গেছে, মানুষেররুচিওবদলে গেছে। সেদিক থেকে চিন্তাকরলে সব পুরোনো গান আমাদের মনের খোরাক জোগাতে পারেনা। সেজন্য বাংলাগানের অসীম সম্ভাবনাকে আমরা যতটা সম্ভব বিকশিত করার চেষ্টা করবো।’উল্লেখ্য‘উর্বশীগানের সিঁড়ি’শিরোনামে প্রথম প্রকল্পে আরোগান গেয়েছেন বিন্দুকণা, প্লাবন কোরেশী, গামছা পলাশ, কামরুজ্জামান রাব্বি, নিজামউদ্দিন খান জাহিন, অংকন ইয়াসমিন, অপু আমান, নুশিন আদিবা, হৃদয় সৈকত, তাসমিম জামান স্বর্ণা, প্রিয়াংকা বিশ্বাস, এএইচ তূর্য, নুশরাত রেশমা এবং সুস্মিতা দে।গানগুলো নির্মাণে স্পন্সর করেছে এনা গ্রæপ। মিডিয়া পার্টনার রেডিও একাত্তর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শহরে নৈশ প্রহরীর সতর্কতায় অগ্নিকান্ড  থেকে বাচঁলো ২’শ দোকান ও প্রতিষ্ঠান

শহরে নৈশ প্রহরীর সতর্কতায় অগ্নিকান্ড থেকে বাচঁলো ২’শ দোকান ও প্রতিষ্ঠান

দিনাজপুর শহরের হোটেল ও ফল ব্যবসায়ীকে জরিমানা

ঘোড়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারে ভেড়া ও শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

ডিপ্লোমা শিক্ষাকোর্সকে- ৩ বছরে রূপান্তর করায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২)এর উপর প্রশিক্ষণ কর্মশালা

দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম –জাহিদুর রহমান জাহিদ-এমপি

বোচাগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত