Sunday , 23 May 2021 | [bangla_date]

করোনায় কমেছে বিয়ে, বেড়েছে ডিভোর্স

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে কমে গেছে বিয়ের সংখ্যা। করোনার কারণে অর্থনীতিতে যে সংকট চলছে তার প্রভাব পড়েছে সবখানে। অভিজাত এলাকা গুলশানেও কমে গেছে বিয়ে হিড়িক।

তবে বিয়ের সংখ্যা কমলেও বেড়ে গেছে ডিভোর্সের সংখ্যা। অন্যদিকে গ্রামাঞ্চলে বেড়ে গেছে বাল্যবিবাহ।কাজী সমিতির দেয়া তথ্যমতে, বাংলাদেশে কাজীর সংখ্যা রয়েছে ১০ হাজারের মতো। বিয়ের পর কাজীরা তাদের বালাম বইয়ে বিয়ের সব তথ্য সংরক্ষণ করে রাখেন।

বাংলাদেশ কাজী সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুল জলিল মিয়াজী সংবাদমাধ্যমকে বলেন, গুলশান-বনানীতে সাধারণ কোনো বিবাহ হয় না। অনেক বড় বড় আয়োজন থাকে। এসব আয়োজনের মাঝে ধর্মীয় আনুষ্ঠানিকতাও যত্নের সাথে করা হয়। গুলশানের অনেক বিয়েতে অনেকে ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য অনেক বড় বড় আলেম-পীর-মাশায়েখদেরও নিয়ে আসা হয়।তিনি আরও বলেন, গত বছর করোনার প্রথম ধাপে সরকার যেমন সচেতন ছিল, আমরাও সচেতন ছিলাম। লকডাউনের পুরোটাই আমাদের অফিস বন্ধ ছিল। কিছুদিন পর পরিস্থিতির উন্নতি হলে টেলিফোনে বা স্কাইপে কিছু বিয়ে শুরু হয়।আবদুল জলিল মিয়াজী করোনাভাইরাসের সময়ে এমন অনেক বিয়ের কাজ করে দিয়েছেন, যেগুলো হয়েছে স্কাইপ/জুমের মতো প্ল্যাটফর্মে। সেখানে কাজী-বর-কনে সবাই ছিলেন যার যার বাসা বা অফিসে। ভিডিও কলে সম্পাদন করা হয় বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা। এর আগে বা পরে সময়-সুযোগ মতো সাবধানতার সাথে নিয়ে আসা হতো বিবাহ নিবন্ধনের স্বাক্ষর।তবে করোনার কারনে গুলশানের মত এলাকায়ও কমে গেছে বিয়ের সংখ্যা। আগে যেখানে মাসে ২৫টি বিয়ে হত এখন সেখানে হচ্ছে মাত্র ৫টি। এ প্রসঙ্গে আবদুল জলিল মিয়াজী বলেন, শুধু গুলশান নয়, বিবাহ কমার এই চিত্র সারা দেশের। গ্রামে গঞ্জে অনেক এলাকায় এখন মাসে একটা বিয়েও হয় না।বিয়ে মানেই নানা আয়োজন, নানা উৎসব। এসবের সঙ্গে জড়িয়ে আছে অনেকের জীবন-জীবিকা। নিবন্ধনে বাধ্যবাধকতা থাকায় বিবাহ কমলেও কাজীরা খেয়ে-পরে বেঁচে থাকতে পারছে। কিন্তু একেবারেই যেন পথে বসতে শুরু করেছেন ঢাকাসহ সারাদেশের বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরের ব্যবসায়ীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে –হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

আটোয়ারীতে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন যারা

বীরগঞ্জে রপ্তানীযোগ্য আম উৎপাদনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

পীরগঞ্জে শীর্তাদের মাঝে কম্বল বিতরণ আল ইনসাফ ফাউন্ডেশন

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে রেলি ও আলোচনা