Tuesday , 18 May 2021 | [bangla_date]

নেক্কারজনক ঘটনা ঘটেছে সচিবের কার্যালয়ে -মির্জা ফখরুল

ঠাকুরগাঁও : রোজিনা ইতোমধ্যে দেশে ও বিদেশে বেশ পরিচিতি অর্জন করেছে বিভিন্ন অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে। করোনা কালিন সময়ে বিশেষ করে স্বাস্থ্য খাতে সরকার, মন্ত্রনালয় ও অধিদপ্তরের বিভিন্ন দূর্নীতি দেশ বাসীর সামনে প্রকাশ করার কারণেই দেশের ইতিহাসে নেক্কারজনক ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিবের কার্যালয়ে। রোজিনার প্রতি যা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমরা কল্পনাও করতে পারিনা রোজিনার মত একজন উচ্চ পর্যায়ের সংবাদকর্মী যিনি সব সময় সত্য প্রকাশ করেছেন তাকে আটকে রেখে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারকে ধিক্কার জানিয়ে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবী করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি অনেক আগে থেকে বলে আসছে এদেশে রাজনীতিবিদ, সাংবাদিকসহ সাধারণ মানুষের কোন অধিকার নেই। মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। ভিন্ন মতের হলেই সমস্যা। কোন টাকে তারা গণতন্ত্র বলছে? ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বলা যায় না।
এখনও সময় আছে নিজেদের স্বার্থে সাংবাদিকদের সোচ্চার হওয়ার কথা বলে মির্জা ফখরুল বলেন, রোজিনা ইসলামের মত অনেকের সাথে এমনটি ঘটেছে। এ সরকারের বিরুদ্ধে সত্য প্রকাশ করার কারণে এখন পর্যন্ত প্রায় ৫০ জন সংবাদকর্মীকে দেশ ছাড়তে হয়েছে। সাগর রুনির হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার কথা বললেও আজও কোন হদিশ মেলেনি। সরকারের বড় বড় কর্তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরী করার কারণে তাদের হত্যা করা হয়েছে। এ সরকারের সময়ে সাংবাদিকদের নজিবীহিন ঘটনা ঘটছে। এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বিভিন্ন ভাবে হেনস্থার স্বীকার হতে হয় সংবাদকর্মীদের। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবাদকর্মীদের জব্দ করছে সরকার।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আর যেন কেউ সত্য প্রকাশ করতে না পারে সে জন্য রোজিনার সাথে এমন ঘটনা ঘটানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুর রহমান তুহিনসহ বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

আটোয়ারীতে ব্যাপক ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ! প্রতিরোধে ক্যাম্পেইন

বীরগঞ্জে শিক্ষার্থীদের টিফিন ও হাত খরচের জমানো টাকায় ইফতার

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান

হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াতে ইসলামীর

দিনাজপুরে মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা এক বছরে যৌতুকের জন্য নির্যাতিত মামলা হয়েছে-২৭৬টি

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

কাহারোলে অবৈধ দখলকৃত খাস জমির ধান কর্তন করলেন উপজেলা প্রশাসন