Saturday , 29 May 2021 | [bangla_date]

পীরগঞ্জে বিদেশী মদ সহ এক ব্যক্তি গ্রেফতার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বোতল বিদেশী মদ সহ উজ্জল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার উপদইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজ্জল উপজেলার উপদইল গ্রামের হাবিবর রহমানের ছেলে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, উজ্জল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়ন ঘর থেকে ৫ বোতল বিদেশী মদ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। উজ্জলকে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত