Saturday , 22 May 2021 | [bangla_date]

পীরগঞ্জ বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিষধর সাপেড় কামড়ে জাহেদা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়নের ভেমটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই মহিলা খলিলুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে চুলায় রান্না করার জন্য খড়ি ঘর থেকে খড়ি বের করতে গেলে ওই সময় বিষধর সাপ পায়ে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পর্যাপÍ চিকিৎসা ব্যবস্থা নাথাকায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
৬নং পীরগঞ্জ ইউনিয়নের পরিষদের সদস্য ইসুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও