Thursday , 20 May 2021 | [bangla_date]

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছুটি কাটিয়ে এক সিরিজ পর দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অন্যদিকে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। গত কয়েকদিন ধরে আরেক বাঁহাতি টপঅর্ডার ইমরুল কায়েসের নাম বারবার শোনা গেলেও, তাকে মূল স্কোয়াডে রাখেনি বিসিবি।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টা থেকে। শেষ ম্যাচের আগে আবার নতুন করে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

এবার শুধু ১৫ সদস্যের স্কোয়াডই ঘোষণা করেনি বিসিবি, সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবেও রেখেছেন চারজনকে। তারা হলেন নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব। অর্থাৎ প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড সফরে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল। সেই সফরে একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থাকায় ঘোষণা করা হয়েছিল ২০ জনের দল। সেখানে অন্যতম প্রধান সদস্য ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু রঙিন পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে না পারায় এবার বাদ পড়লেন দল থেকে।

অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। পরে আইপিএলে অংশ নিতে যাননি শ্রীলঙ্কা সফরেও। তবে সেখানে ছিল না ওয়ানডে ম্যাচ। তাই এক সিরিজ বিরতি দিয়েই ফের দলে চলে এলেন সাকিব।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ড বাই: নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোডাঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবি’র স্বল্পমূল্যের খাদ্য সামগ্রী বিক্রয় শুরু

ঠাকুরগাঁওয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন

রাষ্ট্র কাঠামোকে নির্মমভাবে হত্যা করে বিএনপি রাষ্ট্র মেরামতের কথা বলছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে গত ১০দিনে করোনায় তিনজন আক্রান্ত

বোদায় নৌকাডুবির ঘটনার পর থেকেই খেয়াঘাট পারাপারে যাত্রীদের ভোগান্তি

পঞ্চগড়ে বিএনপির অনশন কর্মসূচি পালিত