Friday , 28 May 2021 | [bangla_date]

হরিপুরে ভিজিএফ ও জিআরের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

হরিপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর-এর টাকা বিতরণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বিরুদ্ধে হরিপুর থানায় শুক্রবার (২৮মে) একটি মামলা দায়ের করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব মামলার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিজিএফ এর ১৪৭৮ জনকে ও জিআর এর ৫৫৫ জনকে ঈদ এর আগে টাকা বিতরণ কথা থাকলেও হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনিরুজ্জামান মনি সুবিধাভোগীদের টাকা আত্মসাৎ করার লক্ষ্যে ব‍্যাপক অনিয়ম করে। সুবিধাভোগীর তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককেই এ অর্থ না পাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে তারা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। কিন্তু দিনভর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেওয়ার পরেও টাকা না পেয়ে তারা নিজ নিজ বাড়ি চলে যান। পরের দিন সকালে সংশ্লিষ্ট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুক্তভোগী ফাতেমা,লুৎফর রহমান, সাইদুল ইসলাম, মোছাঃ আঞ্জুয়ারা, নুর জাহান ও ২নং ওয়ার্ডের লুৎফর রহমান হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরে গত ১৬ মে সকাল ১১টায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল সরেজমিনে তদন্ত করার জন্য ডাংগীপারা ইউনিয়ন পরিষদের গণশুনানির আয়োজন করেন।

এ সময় উপস্থিত অভিযোগকারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সাথে কথা বলে ৩২৮ জন টাকা না পাওয়ার সত্যতা পায় তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা হরিপুর উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করা করেন। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার অপারেটর) শ্রী নরেশ চন্দ্র বর্ম্মণ বাদী হয়ে ২৭মে বৃহস্পতিবার হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার হরিপুর থানা পুলিশ ৪০২ ও ৪০৯ ধারায় মামলা রজু করেন।

নির্বাহী কর্মকর্তার আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি নির্বাচন ঘোড়াঘাটে শিক্ষকদের মনোনয়ন ফরম উত্তোলন

আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

পীরগঞ্জে ক্ষতিকর গাছের চারা ধ্বংস করতে মাঠে নেমেছে প্রশাসন

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসির আনন্দ মিছিল

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

সাত দফা দাবিতে পঞ্চগড়ে জাগপার মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার

ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ

ভুমিদস্যুদের কঠোর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন