Friday , 18 June 2021 | [bangla_date]

কাহারোলে পর্যালোচোনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন-২০২১ অনুষ্ঠিত।

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে ১৭ জুন২০২১ বৃহস্পতিবার কাহারোল জনসৃজন প্রশিক্ষণ কেন্দ্র সিডিএ সম্মেলনন কক্ষে সরকারী কর্মকর্তা.স্থানীয় সরকারের নেতৃবৃন্দ.উন্নয়ন সংস্থা.শিক্ষক মন্ডলী.ধর্মীয় নেতৃবৃন্দ.গ্রাম উন্নয়ন কমিটির.শিশু ফোরাম ও অভিভাবকদের অংশ গ্রহণে সারাদিন ব্যাপি জনসাধারণের বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির ম্যানেজার কুহু-হাগিদকের পরিচালনায় সম্মেলন সারাদিন ব্যাপি চলেবএবং বিভিন্ন ভাবে সহযোগীতা করেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির মুকুন্দপুর পিএফএ প্রোগ্রাম অফিসার মাড়িও তপন মন্ডল.পাইকপাড়া পিএফএ প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর.নয়াবাদ পিএফএ প্রোগ্রাম অফিসার জেমস্ পলাশ ক্রুজ.রামচন্দ্রপুর পিএফএ প্রোগ্রাম অফিসার লিনডা রিচিল ফাইনেন্স অফিসার ধনেশ্বর রায় প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও