Tuesday , 8 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলা: আসামি রাশেদকে জেল হাজতে প্রেরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ এর বাড়িতে ঢুকে পরিবারের স্বজনদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রশিদুল ইসলাম রাশেদ নামের একজন আসামিকে জেল হাজাতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা তাকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও এ মামলার আরেক আসামি রাসেলের জামিন মঞ্জুর করেন আদালত।

আসামি রশিদুল ইসলাম রাশেদ (৪০) ঠাকুরগাঁও শহরের সরকার পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

গত ২৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক শাকিলের বাড়িতে প্রবেশ করে তার বাবা মা সহ পরিবারের স্বজনদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় ঐ দিনেই সাংবাদিক শাকিল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদি পক্ষের আইনজীবি অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, এ মামলার এজাহার ভুক্ত চার নাম্বার আসামি রশিদুল ইসলাম রাশেদ ও ছয় নাম্বার আসামি রাসেল গত ২২ মার্চ হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেয়।

তিনি বলেন মঙ্গলবার (৮জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন পূর্বক জামিন আবেদন করে আসামি রশিদুল ইসলাম রাশেদ ও তার ভাই রাসেল ইসলাম।

এ সময় আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা আসামি রাসেলের জামিন মঞ্জুর করেন এবং আসামি রশিদুল ইসলাম রাশেদের জামিন নামঞ্জুর করে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়াও মামলার আরও ৬ জন আসামি কারাভোগের পর আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন।

ঠাকুরগাঁও কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে সাংবাদিক শাকিলের পরিবারের উপর হামলাকারী এজাহার ভূক্ত আসামি রশিদুল ইসলাম রাশেদকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু বলেন, সাংবাদিক শাকিল ও তার পরিবারের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা আশা করি আদালতের মাধ্যমে সাংবাদিক শাকিল ও তার পরিবার ন্যায় বিচার পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস, নিহত ১৩

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ

বীরগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

খানসামায় রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

চেরাডাঙ্গী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বাইসাইকেল ও আর্থিক অনুদান বিতরণ

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

পঞ্চগড়ে আস্থা প্রকল্পের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ** বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স ৪র্থ ব্যাচ’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা