Tuesday , 8 June 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের পরিবারের উপর হামলা: আসামি রাশেদকে জেল হাজতে প্রেরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহমেদ এর বাড়িতে ঢুকে পরিবারের স্বজনদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় রশিদুল ইসলাম রাশেদ নামের একজন আসামিকে জেল হাজাতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা তাকে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও এ মামলার আরেক আসামি রাসেলের জামিন মঞ্জুর করেন আদালত।

আসামি রশিদুল ইসলাম রাশেদ (৪০) ঠাকুরগাঁও শহরের সরকার পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

গত ২৩ ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক শাকিলের বাড়িতে প্রবেশ করে তার বাবা মা সহ পরিবারের স্বজনদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় ঐ দিনেই সাংবাদিক শাকিল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদি পক্ষের আইনজীবি অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, এ মামলার এজাহার ভুক্ত চার নাম্বার আসামি রশিদুল ইসলাম রাশেদ ও ছয় নাম্বার আসামি রাসেল গত ২২ মার্চ হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেয়।

তিনি বলেন মঙ্গলবার (৮জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন পূর্বক জামিন আবেদন করে আসামি রশিদুল ইসলাম রাশেদ ও তার ভাই রাসেল ইসলাম।

এ সময় আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা আসামি রাসেলের জামিন মঞ্জুর করেন এবং আসামি রশিদুল ইসলাম রাশেদের জামিন নামঞ্জুর করে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়াও মামলার আরও ৬ জন আসামি কারাভোগের পর আদালতের মাধ্যমে জামিনে রয়েছেন।

ঠাকুরগাঁও কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে সাংবাদিক শাকিলের পরিবারের উপর হামলাকারী এজাহার ভূক্ত আসামি রশিদুল ইসলাম রাশেদকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু বলেন, সাংবাদিক শাকিল ও তার পরিবারের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা আশা করি আদালতের মাধ্যমে সাংবাদিক শাকিল ও তার পরিবার ন্যায় বিচার পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমুল্যের বাজারে কম দামে শাক-সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা

শেখ হাসিনা’র মমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে, ও নিরাপদে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খরচ বৃদ্ধি এবং বাজার নিম্নমূখী হওয়ায় বেগুন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের  পরিবারের সাথে সাক্ষাৎ

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ

বোদার মেয়ে সৌখিন জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেছে

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

বোদায় ইসলামী আন্দোলন উপজেলা কমিটি গঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন

রাণীশংকৈলে মাছ চাষে মুরগির বিষ্ঠা, জনজীবন অতিষ্ঠ!

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দাবি করে অপপ্রচার চালিয়েছে হাউয়া

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত