Saturday , 12 June 2021 | [bangla_date]

নিজপাড়া -১ প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি,ভয়াবহ অগ্নিকান্ড

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি।শিক্ষক সহ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও চরম উদাসীনতায় স্কুলটি মাদক সেবী ও বখাটেদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। উপর মহলের জরুরী হস্তক্ষেপ দাবী করেছেন এলাকার শিক্ষানুরাগী সচেতন নাগরিকসহ খোদ স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।স্কুল মাঠে মূল দ্বিতল ভবন থেকে আলাদা শিশু শ্রেণি ক্লাশ ওয়ান-এর জন্য নব নির্মিত টিনসেড সেমিপাকা ঘর অরক্ষিত থাকায় সেখানে আমিনা নামের জনৈক মহিলা, প্রধান শিক্ষক ইয়াকুদ আল জান্নাত ও দপ্তরী কাম প্রহরী জোবায়দ্লু ইসলাম জসিমের জ্ঞাতসারে ঐ ক্লাশ রুমে শুকনো ভুট্টার গাছ (জ্বালানী) মজুদ রাখে।১১ জুন’২০২১ ইং দূপুর বেলা হঠাৎ আগুন লেগে স্তূপ করা খড়ি ও ঘরটি পুড়ে ভস্মীভুত হয়। এলাকাবাসী ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা বীরগঞ্জ ফায়ার সার্ভিসে জানালে তাদের একটি ইউনিট সেখানে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনেন।মুঠোফোনে কথা হলে প্রধান শিক্ষক বলেন, করোনা কালীন স্কুল বন্ধ থাকায় মাদক সেবী ও বখাটে ছেলেরা এখানে কুকর্মের আখড়া বানিয়েছে এবং আমার বিশ্বাস তারাই এমন ভয়াবহ অগ্নিকান্ড ঘটিয়েছে। এতে স্কুলের সরকারী সম্পদের প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।ইতোপুর্বেও সুপেয় পানির একটি টিউবওয়েল চুরি হয়েছে বলে তিনি স্বীকার করেন।সরজমিনে গেলে ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার অনেকে জানান, প্রধান শিক্ষক ও দপ্তরীর যোগসাজসে ও দায়িত্বে অবহেলার কারণে সরকারী সম্পদের ব্যপক ক্ষতি হচ্ছে তা দেখার কেউ নেই!বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় প্রধান শিক্ষক ঘটনাটি তার ক্লাস্টারে দায়িত্বরত এটিওকে জানিয়েছেন কিনা? জবাবে বলেন, আমি একটি বিয়ের দাওয়াতে অবস্থান করছি, ফিরে গিয়ে জানাব।

প্রহরী জসিম জানান, অনেকবার নিষধ করা স্বত্তেও মহিলা খড়িগুলো সেখানে রেখেছিল। আর এলাকার বখাটে ছেলেরা নেশাগ্রস্ত হয়ে জোর পুর্বক সব অপকর্ম করে থাকে, বাঁধা দিলে উল্টো তারাই হুমকি দেন।হুমকিদাতাদের নাম জিজ্ঞেস করলে উত্তরে বলে আমি চিনি না।প্রায় ৪/৫ মাস পুর্বে চুরির বিষয় কর্তৃপক্ষ কে অবগত বা থানায় জিডি করা হয়েছে কিনা? প্রতিত্তোরে প্রধান শিক্ষক বলেন না।অগ্নিকান্ডের ঘটনাটি প্রায় ৫ ঘন্টা পরে সাংবাদিক ঘটনাস্থলে যাওয়ার পর সহকারী শিক্ষা অফিসার কে জানানো হয়।এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমানের সাথে কথা হলে তারা জানান টিউবওয়েল চুরির বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।তবে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।এ রিপোর্ট লিখা পর্যন্ত উর্ধতন কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন কিংবা আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

হরিপুরের কৃতিসন্তান আব্দুল জলিল ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হলেন

প্রত্যন্ত গ্রামের পিছিয়ে পড়া ৩ হাজার সাওতাল ও তুরী পরিবার ঘুরে দাঁড়িয়েছে

“৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” এটা বিএনপির শ্লোগান নয়– মির্জা ফখরুল

আটোয়ারীতে পুলিশের অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

শান্তি-স¤প্রীতি চিরিরবন্দর’ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

ভিজিডি তালিকায় অনিয়ম ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করায় ইউএনও’র অপসারণের দাবিতে খানসামা ইউপি সদস্য ঐক্য ফোরামের মানববন্ধন

বীরগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত@

পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম দনি উপলক্ষে আলোচনা সভা