Thursday , 10 June 2021 | [bangla_date]

পীরগঞ্জে প্যানেল মেয়রের অপসারণ দাবী

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ক্ষমতার অপব্যবহার, কাউন্সিলরদের সাথে অসদাচারণ, সরকারি ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি ও পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেনের অপসারণের দাবী তুলেছেন পৌরসভার ৯ জন কাউন্সিলর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৬ জুন জেলা প্রশাসক সহ পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন কাউন্সিলররা।
কাউন্সিলরদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌর পরিষদের প্যানেল মেয়র আনোয়ার হোসেন পৌরসভার অন্যান্য কাউন্সিলদের সাথে প্রায়ই অসদাচারণ করে আসছেন। ইতিমধ্যে তিনি নিজেকে মেয়র হিসেবে ভাবতে শুরু করেছেন। পৌরসভায় মাষ্টাররুলে কর্মরত কর্মচারীদের কাছ থেকে অবৈধ ভাবে টাকা আদায়ের চেষ্টা করছেন। এমনিক পৌরসভার কর বিভাগের এক কর্মচারীকে পদোন্নতি দেওয়ার কথা বলে বিষ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। শহরের রঘুনাথপুর মাষ্টার মোড় এলাকায় প্যানেল মেয়রের মিল চাতালের সামনে পাঁকা রাস্তার ধারে পৌরসভা কর্তৃক নির্মাণকৃত একটি ডাস্টবিন সিদ্ধান্ত ছাড়াই ভেঙ্গে এর মালামাল আত্মসাৎ করেছেন। এ বিষয়ে এলাকার লোকজন তার বিরুদ্ধে পৌরসভায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছড়াও তিনি পৌর মেয়র কে কু-মন্ত্রণা দিয়ে ভুল পথে পরিচালনা করছেন বলেও অভিযোগ কাউন্সিলদের। পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর সহ ৯ জন কাউন্সিলর প্যানেল মেয়রের অপসারণের দাবী জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।
পৌর কাউন্সিলর মাহাফুজ আলম জানান, আনোয়ার হোসেন পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই কাউন্সিলরদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেই চলছেন। শুধু তাই নয় পৌরসভার মেয়রকে কু মন্ত্রণা দিয়ে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ করে তুলছেন।
পৌর কাউন্সিলর এইচ এম কামরুজ্জামান বলেন, পৌরসভার বিভিন্ন রকমের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন প্যানেল মেয়র আনোয়ার হোসেন। এমনকি সরকারি ত্রাণ সুষ্ঠ বন্টন না করে নিজস্ব লোকজনকে দিচ্ছেন। এতে পৌরসভার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ বিষয়ে প্যানেল মেয়র আনোয়ার হোসেন জানান, আমি এখন কিছু বলতে পারবো না। মেয়র সাহেব সহ একসাথে বলব।
এ বিষয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, পৌরসভার কাউন্সিলদের ভোটেই আনোয়ার হোসেন কে প্যানেল মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করেই তাকে বাদ দেওয়ার জন্য কিছু কাউন্সিলর কেন উঠে পড়ে লেগেছেন তা খতিয়ে দেখতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাড়িয়ে থাকা ট্রাকে লাশবাহি গাড়ীর ধাক্কা নানীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নাতির

বোচাগঞ্জে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

আওয়ামীলীগের মত লুটপাট করে ক্ষমতায় যাওয়া যাবে না —– বিএনপি নেতা পিনাক চৌধুরী

খানসামায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুট:থানায় অভিযোগ

বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা তাঁতী দলের নতুন আহবায়ক কমিটির অনুমোদন

উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশর নাম—রমেশ চন্দ্র সেন এমপি

করোনায় একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁও হাসপাতালে জিম্মি রোগীরা, পকেট কাটছে সিন্ডিকেট চক্র !

লকডাউন বাস্তবায়নে হরিপুর পুলিশের তৎপরতা