Wednesday , 16 June 2021 | [bangla_date]

পীরগঞ্জ স্টেশনে ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারীদের বাঁধা প্রাণ ভয়ে ইউএনও’কে ফোন দিলেন স্টেশন মাস্টার রবিউল ইসলাম

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন কাউন্টার থেকে সাধারণ যাত্রীদের কাছে ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রি করায় স্টেশন মাস্টারের উপর চড়াও হয়ে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে টিকিট কালোবাজারী সিন্ডিকেটের সদস্যরা। প্রাণ ভয়ে টিকিট বিক্রি বন্ধ করে দিয়ে প্রশাসনের দারস্থ হয়েছেন স্টেশন মাস্টার রবিউল ইসলাম। বুধবার সকাল ১১টার দিকে রেল স্টেশন কাউন্টার থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রির সময় এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেল স্টেশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে আগামী ২০ জুনের ঢাকাগামী আন্তঃনগর দ্রæতযান, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি শুরু করেন তিনি। সাধারণ যাত্রীর কাছে কয়েকটি টিকিট বিক্রির পর পরই টিকিট কালোবাজারী চক্রের কয়েকজন লোক এসে সাধারণ যাত্রীদের হটিয়ে দিয়ে একেক জন চার/পাঁচটা করে টিকিট দাবী করে এবং সাধারণ যাত্রীদের নিকট টিকিট বিক্রি না করার জন্য স্টেশন মাস্টার কে চাপ দেন। স্টেশন মাস্টার রবিউল ইসলাম এর প্রতিবাদ করলে তারা তাঁর উপড় চড়াও হয় এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। কালোবাজারীদের হুমকি ধামকিতে প্রাণ ভয়ে তাৎক্ষনিক টিকিট বিক্রি বন্ধ করে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন মহলের সরণাপন্ন হন স্টেশন মাস্টার। এতে স্টেশন চত্ত¡র থেকে সটকে পড়ে টিকিট কালোবাজারীরা। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম স্টেশনে আসেন। তিনি ঘটনার কথা শুনেন এবং নির্ভয়ে সাধারণ যাত্রীদের নিকট টিকিট বিক্রি করার জন্য স্টেশন মাস্টারকে নির্দেশনা দিয়ে এ বিষয়ে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, বিষয়টি জানার পরে তিনি স্টেশনে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রির সময় স্টেশনে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা স্টেশনে উপস্থিত থাকবে। প্রয়োজনে টিকিট কালোবাজারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।
উল্লেখ্য, পীরগঞ্জ স্টেশনে ৫শ টাকার ট্রেনের টিকিট ১২শ টাকায় বিক্রি করা সংক্রান্ত সংবাদ সম্প্রতি দৈনিক যায়যায়দিন পত্রিকা সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। স্টেশনের টিকিট কালোবাজারীর দখলে এই সংক্রান্ত খবর জানতে পেরে স্টেশন মাস্টার মোক্তার হোসেনকে পীরগঞ্জ স্টেশন থেকে প্রেসনে বগুড়ার সোনাতলা স্টেশনে বদলী করেন রেল কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বজলুর রশিদ কালুর মতবিনিময় সভা

রাণীশংকৈলে মাল্টাবাগানে ১১ মিশ্র ফসল করে চমক লাগালেন আমিরুল

ঠাকুরগাঁও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবেই মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং !

স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স উদ্বোধন

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

হরিপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

বালিয়াডাঙ্গীতে স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাহী অফিসার যোবায়ের হোসেন সভাপতি